Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 11/05/2025, 11:55:54 UTC
হ্যাঁ মার্কেট দেখি বেশ ভালোই আপ হয়েছে, গতকাল বিটকয়েনের দাম প্রায় 105k হয়েছিলো, অল টাইম হাই হতে মাত্র 4 হাজার বাকী ছিলো। মার্কেট পজিশন বেশ ভালো, হয়তো দুই এক দিনের মধ্যে অল্ট টাইম হাই দেখা যেতে পারে।

এছাড়া অন্যসকল অল্টকয়েন গুলো দেখেছেন? কয়েকদিনে বেশ পাম্প করেছে, BNB ৬০০ ডলার থেকে বর্তমানে ৬৫৯ ডলার, SOL এর দামও বেশ ভালোই আপ হয়েছে। ইথেরিয়ামের দামও দেখি বেশ পাম্প করেছে, ১৮০০ ডলার থেকে ২৬০০ ডলারে উঠেছে।

অল্ট সিজন শুরু হওয়ার এটাই সুযোগ। ইনভেষ্টররা যদি এবারো তাদের ফান্ড মুভ না করে, তাহলে কবে মুভ করবে আমি জানি না। ব্যাক্তিগত ভাবে আমি অল্টকয়েনে আর তেমন মুভ করিনি। তবে এখন দেখে মনে হচ্ছে ছোট আকারে হলেও কিছুটা ইনভেষ্ট করার দরকার ছিলো। তাহলে হয়তো লস গুলো রিকভার হয়ে যেতো। আমি যে কয়েকটা নাম বিহীন টোকেনে ইনভেষ্ট করেছি, সেগুলো এখন মুখ থুবড়ে পড়ে আছে। অল্টসিজন আসুক আর যেই সিজন ই আসুক, সেগুলো আর রিকভার করার মতো সমূহ সম্ভাবনা নেই।

মা দিবসের শুভেচ্ছা যদি কোনো মা এখানে থেকে থাকেন। আমার মনে হয় এখানে বেশিরভাগ ছেলে। মেয়ে কেউ থেকে থাকলেও হয়তো মা হন নাই এখনো। আপনাদের মতো দামড়া বেডা মানুষকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে কি লাভ আমার?  Grin Grin

টিকটকার অপুর একটা ভিডিও আজকে একজন ফেসবুকে পোষ্ট করেছে। ভিডিওতে বলছে, শুধু মাদার্স ডে তে নয়, আদার্স ডে তেও মাকে ভালোবাসতে হয়।  Kiss