Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 18/05/2025, 14:07:50 UTC

                       আসসালামু আলাইকুম

আমি প্রথমে বলে নিচ্ছি এটি পাকিস্তানি ক্রিকেট [PSL  2025 ] বিষয়ে আলোচনা।।

Video Copy

পাকিস্তান সুপার লীগ (PSL) 2025
এটি অনেকদিন যাবতীয় বন্ধু আছে আমার মতে এটি আবারো চালু করা হোক। PSL গড়িয়ে আর বাকি আছে  ৮ টি ম্যাচ এর মাঝেই ফিরে গিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। বাকি অংশ কি গড়াবে এমন যখন ভাবনা তখন ( বাসিত আলী)  তার ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন। পিএসএল আবার শুরু হতে যাচ্ছে  ইনশাল্লাহ পাকিস্তানেই হবে আমি পিসিবি কে অনুরোধ করবো টুর্নামেন্টের যদি কোন ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন যেখানে স্টেডিয়াম গুলোর ক্লাবের ম্যাচগুলোতেও ক্রিকেটপ্রেমী সমর্থকদের দিয়ে পরিপূর্ণ থাকে।

PSL এ অবশিষ্ট রয়েছে মাত্র ৮ ম্যাচ যার লীগ পর্বে ৪ টি আর প্লে অফ আর ফাইনাল দিয়ে আরও ৪ টি এখন।

আমার মধ্যে পিএসএল বাংলাদেশের চাই আপনার মতামত কি? 

Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 11/05/2025, 14:08:00 UTC

                       আসসালামু আলাইকুম

আমি প্রথমে বলে নিচ্ছি এটি পাকিস্তানি ক্রিকেট [PSL  2025 ] বিষয়ে আলোচনা।।

Video Copy

পাকিস্তান সুপার লীগ (PSL) 2025
এটি অনেকদিন যাবতীয় বন্ধু আছে আমার মতে এটি আবারো চালু করা হোক। PSL গড়িয়ে আর বাকি আছে  ৮ টি ম্যাচ এর মাঝেই ফিরে গিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। বাকি অংশ কি গড়াবে এমন যখন ভাবনা তখন ( বাসিত আলী)  তার ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন। পিএসএল আবার শুরু হতে যাচ্ছে  ইনশাল্লাহ পাকিস্তানেই হবে আমি পিসিবি কে অনুরোধ করবো টুর্নামেন্টের যদি কোন ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন যেখানে স্টেডিয়াম গুলোর ক্লাবের ম্যাচগুলোতেও ক্রিকেটপ্রেমী সমর্থকদের দিয়ে পরিপূর্ণ থাকে।

PSL এ অবশিষ্ট রয়েছে মাত্র ৮ ম্যাচ যার লীগ পর্বে ৪ টি আর প্লে অফ আর ফাইনাল দিয়ে আরও ৪ টি এখন।

আমার মধ্যে পিএসএল বাংলাদেশের চাই আপনার মতামত কি?