আমাকে সবচাইতে বেশি অবাক করেছে একটা ব্যাপার যে, এই যুদ্ধের কারনে ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো প্রভাব পড়েনি। সাধারনত যুদ্ধ শুরু হলে গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়ে। যেমন যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিলো, পুরো গ্লোবাল মার্কেটে সেটার প্রভাব পড়েছিলো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়েছিলো এবং কিছু কিছু পণ্যের দাম ব্যাপক হারে কমেছিলো। ক্রিপ্টো মার্কেট সে সময়ে অনেক বেশি ভলাটাইল ছিলো সেই সময়ে।
তবে ভারত পাকিস্তানের যুদ্ধে ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। উল্টো যদি বলি, মার্কেট আরো বেশি পাম্প করেছে। যদিও পাম্প করার কারন এই যুদ্ধ না। এখন যেহেতু যুদ্ধ বন্ধ হলো, আশা করি এটা আরো পজিটিভিটি নিয়ে আসবে।
আমি প্রথমে মনে করছিলাম ডাম্প খাবে মার্কেট, বাট এখন দেখি ভালোই পাম্প হচ্ছে। হঠাৎ করে এতো এতো পাম্প যাওয়ার কারন আমি বুঝতেছিনা। ইথেরিয়ামের অবস্থা দেখছেন? প্রথমে সব ছোট থেকে মাঝারি হোল্ডারদের মারা দিলো আর এখন ধুমায়ে পাম্প মারতেছে। গত সাত দিনে ৩০% উপরে উঠছে। এমনই যদি চলতে থাকে তাহলে আবারো আগের পজিসন গেইন করতে বেশি সময় লাগবে না। যদিও আমার কাছে ইথার নাই।

আপনারা ভাই উমুক দিবস তুমুক দিবস নিয়ে পোস্ট করেন ভালো কথা। বাট চেষ্টা কইরেন রেলিভেন্ট কিছু পোস্ট করার। দিবস পালনের পোস্ট করলেই মড মেরিট দিতেছে দেখে অনেকে ৩৬৫ দিনে যত দিবস আছে সব পোস্ট মারেন! কেন ভাই। কিছু কিছু জিনিস খুবই অবিয়েস! আপনারা এখানে মা দিবস পালন করতে আসেন না, আসছেন মেরিটের ধান্দায়। আপনার মা বাবা কেউই ফোরাম ইউজার না। এগুলো তারা পড়বেও না জানবেও না। এগুলো পোস্ট না করে যদি ক্রিপ্টো রিলেটেড কোনো দিবসরে নিয়ো ২-৪ লাইন পোস্ট করতেন, তাও ভালো লাগতো। মানুষ কিছু জানতো।
একটা সময় ছিলো যখন টুইটার থেকে নিউজ নিয়ে এসে পোলাপাইন পোস্ট দিতো আর মেরিট এক্সচেঞ্জ করতো। বর্তমান সিচুয়েশনও এমনই লাগে আমার কাছে। আমার কথার সাখে আপনার কথা নাও মিলতে পারে, বাট এইসব অদরকারী দিবসের পোস্ট দেয়া বন্ধ করেন। সেলিব্রেট করার মতো আরো অনেক দিবস আছে। সাতোসির জন্মদিন, বিটকয়েনের জন্মদিন আরো কত কি, বাট না আপনারা হচ্ছেন অন্য লাইনের লোক।