Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 12/05/2025, 02:16:51 UTC
এইটা আমি এর আগেও লক্ষ্য করেছি যে শুধুমাত্র ব্যানার এবং উইশ অথবা কিছু নির্দিষ্ট দিনের ব্যানার দিয়ে একটা পোস্ট দিলেই মডারেটর merit দিয়ে যাচ্ছে।  তারা যদি  ফেয়ার ভাবে করে করুক সমস্যা নাই, কারণ আমাদের এই বাংলা কমিউনিটি হচ্ছে thread এর মধ্যে সীমাবদ্ধ বাংলা বোর্ড থাকলে হয়তো বা সেখানে  অফটপিক নামের আলাদা বোর্ড থাকতো এবং সেখানে এইসব পোস্ট করা হতো?

যদিও আমি লক্ষ্য করেছি ব্যানারওয়ালা পোস্টে মেরিট দেউয়ার পর থেকে অনেক ছোট ছোট অ্যাকাউন্ট গুলো একটিভ হয়ে গিয়েছে এইসব দিন নিয়ে পোস্ট করার ক্ষেত্রে । কবে জানি ভাই এইটা দেখি যে এই ব্যানার নিয়ে আমাদের ইউজাররা মেরিট বাড়ানোর জন্য অপব্যবহার করতে গিয়ে ধরা খাইছে।  Sad

তাছাড়া অন্যদিকে আমি এটাও খেয়াল করেছি যে ওই একই পেজে আরো অনেক কোয়ালিটি ফুল পোস্ট রয়েছে বাট সেখানে কোন মেরিট নাই বা থাকলেও পরিমানে কম রয়েছে। সমস্যা হইল এখানে মডারেটর হচ্ছে অন্য ভাষাভাষী, সে যদি বাংলাদেশী বা বাঙালি হতো সে ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মেরিট সোর্স হিসেবে ভূমিকা রাখত।
 Sad

ভাই কিছু কিছু জিনিস একদমই পানির মতো স্বচ্ছ, এখানে যে মেরিট ফিশিং করতেছে বা করার নিয়তে এই টাইপ পোস্ট করতেছে এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। আপনি যাই বলেন অন্যরা যাই ভাবুক আমি সিউর এই সাবজেক্টে। আমি আবারো বলতেছি আমার এইসব দিবস টিবস নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নাই বাট "Don't make it obvious, man!"। এমন চলতে থাকলে দেখবেন, চাচারে নিয়েও পোস্ট করছে। সাবজেক্ট হবে "বিশ্ব চাচা দিবস - মাই ফেভারিট চাচা" (সারকাজম করে বলা)। বহুদিন ধরে এসব দেখতেছি এখন আর ভালোলাগেনা।।

আর কোয়ালিটিফুল টপিকের কথা যদি বলি, হ্যাঁ তা আছে। বাট ফোরামের ড্রামা, এরে ঘুতানা ওরে ঘুতানা, এই এবিউস ঐ এবিউস এইসব দেখে আর মেরিট দিতে ইচ্ছা করে না। দিলেই গ্লোবাল থেকে এক দলের মাথাব্যথা শুরু হয়। এইসব নিয়ে কাইন্ড অফ বিরক্তই। ১৫-১৬ টার মতো এসমেরিট পড়ে আছে, দেয়ার জায়গা পাইনা। দিলেও আগে চেক করি, অন্য কোনো ভালো মেম্বার অলরেডি মেরিট দিসে কিনা, দিলে দেই যেনো কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে।