ভাই কিছু কিছু জিনিস একদমই পানির মতো স্বচ্ছ, এখানে যে মেরিট ফিশিং করতেছে বা করার নিয়তে এই টাইপ পোস্ট করতেছে এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। আপনি যাই বলেন অন্যরা যাই ভাবুক আমি সিউর এই সাবজেক্টে। আমি আবারো বলতেছি আমার এইসব দিবস টিবস নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নাই বাট "Don't make it obvious, man!"। এমন চলতে থাকলে দেখবেন, চাচারে নিয়েও পোস্ট করছে। সাবজেক্ট হবে "বিশ্ব চাচা দিবস - মাই ফেভারিট চাচা" (সারকাজম করে বলা)। বহুদিন ধরে এসব দেখতেছি এখন আর ভালোলাগেনা।।
এখানে আমি চোরের দশ দিন গৃহস্থের একদিন বিষয়টাকে উল্লেখ করবো শুরুতে হয়তোবা অনেকে কোন অসৎ উদ্দেশ্য ছাড়া বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি রিলেটেড ডে গুলো নিয়ে পোস্ট করতো কিন্তু দেখতে পেল মেরিট পাইতেছে শুরু হলো অন্য লেভেলের খেলা, হ্যাঁ আপনি যেটা বলতেছেন কয়দিন পরে ওই ডে গুলা নিয়েও পোস্ট হইতে পারে।
আর কোয়ালিটিফুল টপিকের কথা যদি বলি, হ্যাঁ তা আছে। বাট ফোরামের ড্রামা, এরে ঘুতানা ওরে ঘুতানা, এই এবিউস ঐ এবিউস এইসব দেখে আর মেরিট দিতে ইচ্ছা করে না। দিলেই গ্লোবাল থেকে এক দলের মাথাব্যথা শুরু হয়। এইসব নিয়ে কাইন্ড অফ বিরক্তই। ১৫-১৬ টার মতো এসমেরিট পড়ে আছে, দেয়ার জায়গা পাইনা। দিলেও আগে চেক করি, অন্য কোনো ভালো মেম্বার অলরেডি মেরিট দিসে কিনা, দিলে দেই যেনো কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে।
আমার মনে আছে এক দুই বছর আগে আমার স-মেরিট সব সময় জিরো এর আশেপাশে থাকতো কারণ অনেক একটিভ মেম্বার ছিল সেই সাথে সাথে কোয়ালিটি পোস্ট এর সংখ্যাও বেশি ছিল। কিন্তু বর্তমানে এটা অনেক ড্রপ করেছে এটাও যেমন সত্য ঠিক তেমনি কোয়ালিটি ফুল পোস্টগুলো সঠিক মূল্যায়ন থেকে বাদ পড়ে যাচ্ছে।
এখন এটা নিয়ে কাউকে দোষারপ করব জানিনা কারণ বর্তমানে আমার নিজেরই ১০/১২ টা স-মেরিট সবসময় পড়ে থাকে।
তবে এটাও রেখে দেই মাঝেমধ্যে ভালো পোস্ট গুলো দেখলে মেরিট দেওয়ার জন্য।