Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 13/05/2025, 19:24:09 UTC
⭐ Merited by Crypto Library (1) ,BD User (1)
যদিও দেখেছি আমাদের বাংলা বোর্ডের @Mahiyammahi এটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। 
বিষয় টা খুব ই জটিল আর উইন্ডোজ এর জন্য আরো অনেক জটিল হয়ে যায়। আমি শুধু Sync করতে পেরেছি আর আমি ব্যবহার করেছি LND Node + Bitcoin Core Gui পুরো টা Sync করতে৷ Windows ইউজার আর একজন টেকনিকাল ইউজার হওয়ার জন্য আমাকে অনেক বেগ পেতে হয়েছে৷ আমি আমার ভার্চুয়াল মেশিন এ নোড টা রান করেছি। আমি প্রথম স্টেজ Node Sync করতে পেরেছি। আশা করছি চাইলে চ্যানেল ক্রিয়েট এবং ট্রান্সেকশন করতে পারব৷ কিন্তু Thunder Hub ওয়েব পেজ ক্রিয়েট করা খুব ই জটিল হচ্ছে৷

আমি আপনাকে LND + Bitcoin Core এর মাধ্যমে সাহায্য করতে পারব Sync করতে।  আমি এখনো Thunder hub ওয়েব পেজ ক্রিয়েট করায়  চেষ্টা করছি। ২দিন যাবত চেষ্টাই করে যাচ্ছি😩। প্রথম Node Sync করতে আমার প্রায় ৪/৫ঘন্টা লেগে গেছে একটানা। সাধারন আর ছোট ভুল গুলো নিজের সলভ করতে হয়েছে।

যদি আপনার কাছে Ubuntu থাকে আপনি এইটা দেখতে পারেন - 🔥🔥 Complete GUIDE for Lightning Desktop Nodes By Satofan44

আমি বিশ্বাস করি ফোরাম এ অনেক এক্সপার্ট ইউজার আছে। অবাক করা বিষয় হলো, Bitcoin Core এর নোড যত জন রান করেছে তার ৫% ও এটা করে নি। আমি সহ মাত্র ৩জন মনে হয় রিসেন্টলি সম্পুর্ন লাইটনিং নোড টা সিনক করেছি।