Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Royal Cap
on 17/05/2025, 15:58:39 UTC
এই বিষয়ে আহামরি তেমন কোনো গাইড বা টুউটোরিয়াল নাই বাংলা সেকশনে। আর আপনার মনে হওয়া না হওয়া ম্যাটার করে না। জাস্ট দেখেন "progress/sync" বার উপরে যাচ্ছে কিনা। আর প্রথম প্রথম মনে হতে পারে হয়তো কিছু ঠিক নাই, হয়তো কোনো সেটিং ভুল হইছে, বাট আসলে তেমন না।

আপনি যখন বিটকয়েন কোর রান করতেছেন তখন এটা সম্পূর্ন বিটকয়েন ব্লকচেইনে বিদ্যমান (আজ পর্যন্ত যত ট্রানজেকশন হইছে) সব ট্রানজেকশন ডাউনলোড করতেছে আর ভ্যালিডেট করতেছে। এটার বর্তমান সাইজ ৬০০+ জিবি, সো টাইম লাগাই স্বাভাবিক। আমার ১০ এমবিপিএস লাইন দিয়েও ১৬-১৭ দিন সময় লাগছিলো। সো প্রোগ্রেস অনেক স্লো হবে। আমি দিন রাত ২৪/৭ বিটকয়েন কোর ল্যাপটপে রান করে রাখতাম। আপনার যদি ডেইলি এভাবে ২-৫% ও প্রগ্রেস sync হয় তাহলে বুঝবেন সব ঠিক আছে।

আর pruning এর বিষয়টা হলো। যেসব অংশ অলরেডি ভ্যালিডেট করা হয়ে গেছে সেসব পার্ট ডিলিট করে ফেলা। কারন নরম্যালি আমাদের ৬০০+ জিবি জায়গা থাকেনা ল্যাপটপ বা ডিভাইসে। সে যদি আপনি ১০ জিবি লিমিট করে রাখেন, তাহলে ১০ জিবি ডাউনলোড হবে, ভ্যালিডেট করবে, ডিলিট করবে, ঐ ১০ জিবির সাইজ লিমিট ক্রস করবে না। আশা করি বুঝতে পারছেন কিছুটা হলেও।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে বোঝানোর জন্য। আমি আসলে এখানে পোস্ট করার পরে, সেই টপিকের অনেকগুলো রিপোর্ট চেক করছিলাম। পরে দেখলাম যে প্রথম অবস্থায় pruneheight 0 ই দেখায়। এখন এভাবে চেক দিয়ে দেখলাম সেটির ভ্যালু চেঞ্জ হয়েছে।
আর হ্যা ভাই এখনো চেক দিয়ে দিলাম মাত্র 4% প্রগ্রেস হয়েছে। এখনো 10 বছর পেছনে দেখাচ্ছে।