ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে বোঝানোর জন্য। আমি আসলে এখানে পোস্ট করার পরে, সেই টপিকের অনেকগুলো রিপোর্ট চেক করছিলাম। পরে দেখলাম যে প্রথম অবস্থায় pruneheight 0 ই দেখায়। এখন এভাবে চেক দিয়ে দেখলাম সেটির ভ্যালু চেঞ্জ হয়েছে।
আর হ্যা ভাই এখনো চেক দিয়ে দিলাম মাত্র 4% প্রগ্রেস হয়েছে। এখনো 10 বছর পেছনে দেখাচ্ছে।
১০ বছর কেমনে, লল!

আপনি কি ২জি নেট ইউজার নাকি?। নেট কানেকশন যদি ভালো হয় আর বেশি সময় ধরে যদি রান করতে পারেন তাহলে ২ সপ্তাহ এনাফ টাইম। এই কয়দিনে হয়ে যাওয়ার কথা। ১০ বছর দেখানোর কথা না। এতো স্লো হবেনা। আপনার লাইনের স্পিড কতো? আরেকটা কথা রান করার পরেই যদি সময় দেখেন সেক্ষেত্রে হয়তো বেশি দেখাবে। একটু সময় দিলে নরমাল হয়ে যাবে। আপনার যদি নেট কানেকশন বাজে হয় স্পিড কম হয় তাহলে নোড রান না করার সাজেশন থাকলো। ফাও ফাও সময় আর কারেন্ট নষ্ট হবে। বেটার হয় আমার মতো করলে, ল্যাপটপ ২৪/৭ চালু করে রাখবেন (যদি থাকে)।
আরে না ভাই আমি টাইম Estimated Time Left er কথা বলি নাই। আমি Synchronizing with the Network এর লেখার কথা বলছি। সেখানে 10 years behind লেখা ছিল।