Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
MotoLM
on 18/05/2025, 00:22:00 UTC
আর pruning এর বিষয়টা হলো। যেসব অংশ অলরেডি ভ্যালিডেট করা হয়ে গেছে সেসব পার্ট ডিলিট করে ফেলা। কারন নরম্যালি আমাদের ৬০০+ জিবি জায়গা থাকেনা ল্যাপটপ বা ডিভাইসে। সে যদি আপনি ১০ জিবি লিমিট করে রাখেন, তাহলে ১০ জিবি ডাউনলোড হবে, ভ্যালিডেট করবে, ডিলিট করবে, ঐ ১০ জিবির সাইজ লিমিট ক্রস করবে না। আশা করি বুঝতে পারছেন কিছুটা হলেও।
আপনি prune নোড লিমিট ১০ জিবি দেয়ার মানে হলো আপনার নোড সকল ব্লক যাচাই করলেও শুধুমাএ সর্বশেষ ১০ জিবি তথ্য সংরক্ষণ করতেছে যেখানে ফুল নোড সকল ব্লকের তথ্য সংরক্ষণ করে।
বোঝানোর সুবিধার্থে যদি আমি প্রতিটি ব্লক সাইজ ১ মেগাবাইট ধরি, তাহলে ১০ জিবি মানে ১০২৪*৫ = ৫১২০ মেগাবাইট। ধরে নিন, আপনার prune নোড ১০০০০১ নাম্বার ব্লক থেকে ১০৫১২০ নাম্বার ব্লক পর্যন্ত সংরক্ষণ করছে। যখনই ১০৫১২১ নাম্বার ব্লক মাইনিং হবে, আপনার নোড তখন ১০০০০১ নাম্বার ব্লকটিকে ডিলিট করে দিবে এবং ১০০০০২ নাম্বার ব্লক থেকে সংরক্ষণ করবে।