Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 22/05/2025, 11:29:07 UTC
সব কথার শেষ কথা হলো, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আপনারা কি কেউ দোয়া করেন না নাকি? এই অবস্থা হচ্ছে কেনো?
https://www.facebook.com/share/v/1ZKzPkyimk/

আমার মনের কথা এই মহিলা বলে দিয়েছে। আমার নতুন করে কিছুই বলার নেই কেননা এই সোনার দেশের তামার খেলোয়াড় থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি বলেন। ক্রিকেটে প্রতিরক্ষার পর বড় বাজেট করা হয়ে থাকে অথচ ক্রিকেট থেকে আমরা কি পাই। দিনশেষে একরাশ হতাশা। এখন আর ক্রিকেট খেলা দেখতে ইচ্ছে করে না, আগের দিনে ক্রিকেট খেলা দেখতে ইচ্ছে করতো এমনকি বাংলাদেশের খেলা একটাও মিস করতাম না। কিন্তু বর্তমানে বাংলাদেশ এতটাই বাজে পারফরম্যান্স করে যে অহেতুক খেলা দেখে সময় নষ্ট করার কোন মানে হয় না। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশ থেকে আমি আর ক্রিকেটে কিছু আশা করব না এমনকি খেলাও দেখবো না। এই মহিলাটার মত বলতে ইচ্ছা করে এদের দিয়ে জার্মান............ এনে কিছু একটা করে দেওয়া।