Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 22/05/2025, 12:22:06 UTC

বিটকয়েন এবং অল্টকয়েন নিয়ে আপনার মতামত এবং প্রেডিকশন কি? আমি কিছু বিটকয়েন সেল করেছিলাম, সেটার জন্য এখন আফসোস হচ্ছে। বিটকয়েন সেল না করে হোল্ড করে রাখলে ভালো হতো মনে হচ্ছে। কিন্তু এই হোল্ডিং এর প্যাড়ায় পরে অল্টকয়েন দিয়ে কিছু পরিমান লসে আছি। যেটা রিকভারের আশায় বার বার মার্কেট চেক করি।
ভাই বিটকয়েন নিয়ে এখনো ভালো আশা রয়েছে, বার বার অল টাইম হাই ভাঙতেছে। কিন্তু অল্টকয়েন তার নিজ স্থানে দাড়িয়ে রয়েছে, কোন লাড়া দিচ্ছে না, বাড়লেও ৫-৭ ডলার করে আপ হয়েছে। ETH এর তো কথাই নাই, মনে হয় না ২০৩০ সালের আগে পূর্বে ATH ভাঙতে পারবে, $২৫০০-২৬০০ ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনেকেই আশা করে অল্টসিজন শুরু হবে, কিন্তু কবে আর শুরু হবে, যেহেতু বিটকয়েনের দাম বাড়ছে তাই অল্টকয়েন থেকে কিছুটা আশা করা যায়। আমাদের ভুল হলো বেশি লোভ করে অল্টকয়েনে বিনিয়োগ করা।
Quote
সব কথার শেষ কথা হলো, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আপনারা কি কেউ দোয়া করেন না নাকি? এই অবস্থা হচ্ছে কেনো?
ভাইরে ভাই.... ও ভাই।।।
Muhammad Waseem ২য় ম্যাচে ঘুসাইছে,,,,,,
Haider Ali ৩য় ম্যাচে লাইত্থেইছে,,,,,,,

ভাই আপনি কোন এক পোস্ট কার উদ্দেশ্য জানি বলছিলেন, বাংলাদেশের খেলা দেখা মনে পড়ে গেলো, হা হা।

ভাই বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কিছু বলার নাই, বলা ভাষা হারিয়ে ফেলেছি। UAE বিপক্ষে ম্যাচ মুলত পাকিস্তানের সাথে খেলার আগে প্রস্তুতি ম্যাচের মত ছিল, কিন্তু প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশের তরী ডুবে গেল। যদি সংযুক্ত আরব আমিরাতের মত দলের কাছে বাংলাদেশ সিরিজ হেরে যায়, তাহলে পাকিস্তানের সাথে কী ঘটবে? অবশ্যই বাংলাদেশ হোয়াইটওয়াশ হবে তাও বাংলাওয়াশ।

সবশেষে সবাইকে বিটকয়েন পিৎজা দিবস এর শুভেচ্ছা, আশাকরি সবাই একা একা পিজ্জা খাবেন না চাইলে আমাকে কিছু বিটিসি দিতে পারেন পিজ্জা কিনে খাওয়ার জন্য।
ভাই অলরেডি পিজ্জা বানিয়ে পিজ্জা কনটেস্টে, সাবমিট করেছি, পরিবারের সবাই মিলে একটু করে খেয়েছিলাম, ভালোই টেস্ট হয়েছিলো। আজকে বিটকয়েন বিক্রি করে দিয়ে বড় একটা পিজ্জা কিনে এনেছি, দাওয়াত রইলো ভাই আইসেন।

যাইহোক, আমারও পক্ষ থেকে সকলকে পিজ্জা দিবসের শুভেচ্ছা।