ভাই এরকমই কেননা আমরা যা কিছু পাই তা সেল না দেওয়া পর্যন্ত আমাদের মন ঘরে বসে না। আমি Bitvest থেকে ৩০০ ডলার পরিমান বিটকয়েন পেয়েছিলাম বিভিন্ন দামে। ওই বিটকয়েন টুকু না বিক্রি করা পর্যন্ত আমার চোখের ঘুম হারাম ছিল। কি কি করছি এই টাকা দিয়ে হিসেব মেলাতে পারছি না। আপনি তাও পিসিতে GPU লাগাইছেন কিন্তু আমি কি করছি এটা মনে করতে পারছি না। বিটিসি বিক্রি না করলেও চলতো কিন্তু বিক্রি না করা পর্যন্ত চোখের ঘুম হারাম ছিল। এটাই বাস্তব ভাই আমরা যদি আরো উপার্জন করি তাতেও মনে হয় ধরে রাখতে পারব না।