Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 24/05/2025, 06:56:37 UTC
যাই হোক মার্কেট উপরের দিকে গেলে ভাই সবারই ভালো লাগে আমি তো বলে নিলাম যে ইনার সেটিসফেকশন কাজ করতেছে। সেই সাথে সাথে আমার তো আরো হোল্ডিং করা বিটকয়েন রয়েছে যেগুলো প্রাইস খালি চিন্তা করতেছি আগে কেন ব্যাংকের টাকা গুলো বিটকয়েনে রাখলাম না, ইনভেসমেন্ট এর প্রায় দ্বিগুণ প্রফিট এর দিকে যাচ্ছে।

আর সেই সাথে সাথে এইটুকু আশা আমিও করছি যে এই সবুজ মার্কেট আমার অল্ট কয়েন ইনভেসমেন্ট এর লালবাতিকে সবুজ করে তুলবে যদিও SLP coin এই বহুৎ আগে ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা নিয়ে কোন আশা নাই

বিটকয়েনের এই সাইডওয়েজ মুভমেন্ট আমার টোটালি পছন্দ না। যেমন দেখেন, বিটকয়েন প্রায় ১১২ কে ছুইছুই অবস্থা থেকে আজকে ১০৭কে তে চলে আসছে। এখন এটার দেখাদেখি প্রায় সব অল্টকয়েন এক প্রকার ব্লিডিং শুরু হয়ে গেছে। বেশিরভাগ অল্টকয়েন ১০% এর বেশি ডাউন খেয়ে গেছে। সাইডওয়েজ চললেও আমি চাচ্ছিলাম পজেটিভ সাইডওয়েজ চলুক। প্রতিদিন অল্প অল্প করে মুভমেন্ট করে সামনে এগিয়ে যাক। কিন্তু সেটা আর হচ্ছে না।

আজকে আবার বেশিরভাগ কয়েন ডাউন খাওয়ায় পোর্টফোলিওতে আবারো লাল বাত্তি জ্বলে গেছে। আমি কিছু নটকয়েন হোল্ড করেছিলাম এই আশা করে, যেহেতু এটা টেলিগ্রামের প্রজেক্ট, লং রানে হয়তো ভালো একটা প্রফিট পাবো। কিন্তু হয়ে গেলো উল্টো। আর কারে বিশ্বাস করবো দুনিয়ায়?