Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 23/05/2025, 09:37:54 UTC
মার্কেট ওপরে গেলে আফসোস করেন কেনো ভাই? যদিও আমিও সেল করে দিছি, তবুও মার্কেট পজিটিভ দেখলেই আমার ভালো লাগে। অন্তত একটা আশায় থাকি যে আমার অল্টকয়েন গুলো হয়তো রিকভার হবে। সেজন্য মার্কেট এর আপ ট্রেন্ড দেখলেই আমার ভালো লাগে। আপাতত বিটকয়েন মার্কেট ওপরে যাচ্ছে দেখে ভালো লাগছে। আশা করি ১২০ কে রিচ করে ফেলবে এবার। যদি কোনো কারনে ১২০কে রিচ করতে নাও পারে, অন্তত পজিটিভ সাইডওয়েজ মুভ করুক যেনো অল্টকয়েন গুলো গেইন করতে পারে। নেগেটিভ সাইডওয়েজ মুভ করলে সাধারণত অল্টকয়েনে ডাম্প হতে থাকে। আপনি এরগুমেন্টে জিতেছেন সেজন্য অন্তত খুশি থাকেন। তবে আমার কেনো জানি মনে হয় ১২০কে এই সিজনের শেষ পয়েন্ট না। ২০২৫ সাল পুরোটাই বুল রান থাকবে বলে আশা করি। 
আফসোস করি ভাই আমরা মানুষ আর এটা আমাদের হিউম্যান নেচার। ওই যে বলে না মানুষের পেট একমাত্র তখনই পড়বে যখন তার মুখে মাটি পড়বে।

যাই হোক মার্কেট উপরের দিকে গেলে ভাই সবারই ভালো লাগে আমি তো বলে নিলাম যে ইনার সেটিসফেকশন কাজ করতেছে। সেই সাথে সাথে আমার তো আরো হোল্ডিং করা বিটকয়েন রয়েছে যেগুলো প্রাইস খালি চিন্তা করতেছি আগে কেন ব্যাংকের টাকা গুলো বিটকয়েনে রাখলাম না, ইনভেসমেন্ট এর প্রায় দ্বিগুণ প্রফিট এর দিকে যাচ্ছে।

আর সেই সাথে সাথে এইটুকু আশা আমিও করছি যে এই সবুজ মার্কেট আমার অল্ট কয়েন ইনভেসমেন্ট এর লালবাতিকে সবুজ করে তুলবে যদিও SLP coin এই বহুৎ আগে ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা নিয়ে কোন আশা নাই,

খাবা? চিজি ব্লাস্ট! Grin
একাউন্টে ডলার পাঠাও তয়, ফুডপান্ডা মেরে দিতেছি!

ওরে বাটপার, আমার ডলার দিয়ে আমাকে খাওয়াবা।  Angry

জাকগা আপাতত ২-৩ মাস বাইরের জাঙ্কফুদ খাওয়া বন্ধ, নইলে আবার হাসপাতালে ভর্তি হইতে হবে ,
এখন এগুলো শুধু আমার দূর থেকে চেয়ে চেয়ে দেখতে হবে আর  হেমন্ত মুখার্জি এর এই গান শুনতে হবে