[REMOVED IMAGE] 
ভাই আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। যার একজন বড় ভাই আছে তার উপর একটি বটগাছ আছে,
তাছাড়াও ইসলামে প্রত্যেকটি মুমিনের মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক আছে।
কুরআনে বর্ণিত আছে -"মুমিনরা পরস্পর ভাই ভাই, তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো, যেন তোমরা অনুগ্রহ লাভ করো।’
আসুন আমরা মুসলমান হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।
সবাইকে বিশ্ব ভাই দিবসের শুভেচ্ছা।