বিটকয়েনের এই সাইডওয়েজ মুভমেন্ট আমার টোটালি পছন্দ না। যেমন দেখেন, বিটকয়েন প্রায় ১১২ কে ছুইছুই অবস্থা থেকে আজকে ১০৭কে তে চলে আসছে। এখন এটার দেখাদেখি প্রায় সব অল্টকয়েন এক প্রকার ব্লিডিং শুরু হয়ে গেছে। বেশিরভাগ অল্টকয়েন ১০% এর বেশি ডাউন খেয়ে গেছে। সাইডওয়েজ চললেও আমি চাচ্ছিলাম পজেটিভ সাইডওয়েজ চলুক। প্রতিদিন অল্প অল্প করে মুভমেন্ট করে সামনে এগিয়ে যাক। কিন্তু সেটা আর হচ্ছে না।
পছন্দ করেন আর না করেন এটাই হল বাস্তবতা। বিটকয়েন সাইডওয়েজ করে করে কিন্তু আজকে সেই ৭৪কে থেকে ১১১কে ক্রস করে আবার 108কে এর আশেপাশে এসে পড়েছে।
সাইডওয়েজ মুখ করার কারণ তো আপনি অবশ্যই জানেন মার্কেটে বহুত পানিক সেলার আছে যারা দাম কমার সাথে সাথেও প্যানিক হয়ে সেল করে দেয় দাম বাড়ার সাথে সাথে ধৈর্য না ধরে রাখতে পেরে সেল করে দেয় আর সেই সেল প্রেসার এর জন্য মার্কেট এই ধরনের কারেকশন করে করে বা সাইডওয়েজ মুভ করে করে সামনের দিকে আগায়।
এইটা ভাই মেনে নেওয়া ছাড়া আর কোন কিছু করার নাই।
সবারই একই অবস্থা ভাই! ১১১-১১২ তে যখন ছিলো তখন ভাবছিলাম হালকা কিছু সেল করে প্রফিট বুক করে রাখি। ডাউন ইমনিও যাইতেছে ওমনিও যাইতেছে। পরে ভাবলাম না থাক, স্টেবল ভাবেই তো এগোচ্ছে, আগাক, আবার নতুন অল টাইম হাই ক্রস করলো, মার্কেট পজিটিভ। এক ধাক্কায় নিচে নামার এই টেনডেন্সিটা আসলেই খারাপ। পাম্প করার সময় উঠতেই পারেনা, হাটিহাটিপাপা করে আস্তে ধীরে ওঠে। আবার নামার সময় মুখ ধুবড়ে নামায়!
Crypto Library, কি আমার কথা মিলছে?

snip..
সবাইকে বিশ্ব ভাই দিবসের শুভেচ্ছা।
আপনাদের আর কোনো কি দিবস বাকি আছে? বিশ্ব চাচা দিবস কবে এটা কি জানেন?? জানলে আমাকে জানায়েন তো, আমি আমার ফেভারিট চাচারে নিয়ে পোস্ট দিতাম, লল!