Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 24/05/2025, 21:06:38 UTC

সবারই একই অবস্থা ভাই! ১১১-১১২ তে যখন ছিলো তখন ভাবছিলাম হালকা কিছু সেল করে প্রফিট বুক করে রাখি। ডাউন ইমনিও যাইতেছে ওমনিও যাইতেছে। পরে ভাবলাম না থাক, স্টেবল ভাবেই তো এগোচ্ছে, আগাক, আবার নতুন অল টাইম হাই ক্রস করলো, মার্কেট পজিটিভ। এক ধাক্কায় নিচে নামার এই টেনডেন্সিটা আসলেই খারাপ। পাম্প করার সময় উঠতেই পারেনা, হাটিহাটিপাপা করে আস্তে ধীরে ওঠে। আবার নামার সময় মুখ ধুবড়ে নামায়!
এটাই তো ভাই আমাদের ব্যর্থতা, মার্কেটে এমন সময় বিনিয়োগ করে রেখেছিলাম এখন বিটকয়েন শত পাম্পিং করলেও এলটকয়েনে এখনো চালান ফিরে পেলাম না। লস দিয়ে বিক্রি করতে মন চায় না তাও মাঝেমধ্যে ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনে লস দিয়েও বিক্রি করে ফেলি। কিন্তু এবার যদি চালান ফিরে আসে তাহলে বিক্রি করে দিয়ে জীবনেও আর এলোট কয়েনের উপর বিনিয়োগ করবো না। যদিও এরকম বারবার বলেছি কিন্তু নিজেকে বিরত রাখতে পারিনি। তবে এবার হয় স্টাবল কয়েন হিসেবে ইউএসডিটি রেখে দেবো তা না হলে বিটকয়েনে বিনিয়োগ করে এমন ভাবে রেখে দেবো শত প্রয়োজন হলেও যেন বিক্রি না করি।

যখনই এরকম আশা করেছিলাম তখনই মার্কেট নিম্নমুখী হল এবং ধীরে ধীরে ছোট ছোট পা পা করে এগিয়ে চলা এলটকয়েনগুলোও আবারও নিম্নমুখী প্রবণতায় চলে গেল।