Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 25/05/2025, 12:35:13 UTC
Crypto Library, কি আমার কথা মিলছে? Roll Eyes

snip..

সবাইকে বিশ্ব ভাই দিবসের শুভেচ্ছা।

আপনাদের আর কোনো কি দিবস বাকি আছে? বিশ্ব চাচা দিবস কবে এটা কি জানেন?? জানলে আমাকে জানায়েন তো, আমি আমার ফেভারিট চাচারে নিয়ে পোস্ট দিতাম, লল!
তাই তো দেখতেছি। আসলে কি বলবো কদিন আগে যেভাবে কথা হইল ভাবছি এরা অফ যাবে কিন্তু এখন দেখি বিশ্ব  ভাই দিবস নিয়ে পরতেছে।

Shishir99 ভাইতো দেখি খেইপা গিয়া রেপুটেশন বোর্ডে অলরেডি টপিক খুলে ফেলছে।

তবে আমি এখানে বলব বিটকয়েন বা ক্রিপ্টো রিলেটেড বিষয়গুলা ঠিক আছে, তা ছাড়াও আরো কিছু কিছু দিবস আছে যেগুলা পোস্ট করলে বা শুভেচ্ছা জানালে আমার দৃষ্টিতে সমস্যা নাই কিন্তু তারা যেভাবে এই ভাই দিবস, মে দিবস, বা অন্যান্য গুলার আমার মনে নাই এগুলা নিয়া পোস্ট করতেছে যার সাথে আমাদের বাংলা বোর্ডের বা ক্রিপ্টো এর কোন  কানেকশন নাই সেইসব নিয়েও পড়ে আছে।

তাও আবার নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে একাউন্ট ফার্মিং করার জন্য। বিষয়গুলা আসলেই লজ্জাজনক এখন তো এই লজ্জা  আমাদের পুরো বাংলা বোর্ডের মধ্যে আসবে ।

আসলে এই ভাইদের কমনসেন্স কখন আসবে জানিনা।


মাঝে মাঝে কিছু জিনিস খুবই অবিয়াস। আমি প্রথম থেকেই বলে আসছিলাম এই বিষয়ে, কারো কোনো ভুরুক্ষেপই ছিলোনা। যতক্ষন পর্যন্ত কেউ কঠোর হয় না ততক্ষন এই ট্রেন্ড চলতে থাকতো। পূর্বের যত ট্রেন্ড ছিলো যেমন: নিউজ সোর্স সেটাটেও এমন ঘটছিলো।

এখন এই রেপুটেশন পোস্টের কারনে আবার জিনিসটা ব্যাকফায়ার করে কিনা কে জানে। আমি আমার এই ২-৩ বছরের ফোরাম লাইফে টোটাল ২ বার এসব সেলিব্রেট করছি। একছিলো বিটকয়েনের জন্মদিন আর এক ছিলো হোল্ড ডে।

আমিও তো সেটাই বলে আসতেছি। ক্রিপ্টো রিলেটেড ডে গুলো পোস্ট করুক। নিজে জানুক অন্যদের জানাক। বা না! এরা পরে আছে ভাই দিবস, মামা দিসব, নানা দিবস নিয়ে।

কমনসেন্স থাকলে আমার পোস্টগুলো দেখার পরই এসব অফ করে দিতো। এমন না যে ওদের কেউ এই বিষয়ে অবগত করে নি বা তারা এসব বিষয়ে জানাতো না। বারবার বলা হইছে, মেনশন করে কোট করে পর্যন্ত বলা হইছে, তা সত্ত্বেও এরা নিজেদের শুধরায় নি।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 25/05/2025, 12:30:20 UTC
Crypto Library, কি আমার কথা মিলছে? Roll Eyes

snip..

সবাইকে বিশ্ব ভাই দিবসের শুভেচ্ছা।

আপনাদের আর কোনো কি দিবস বাকি আছে? বিশ্ব চাচা দিবস কবে এটা কি জানেন?? জানলে আমাকে জানায়েন তো, আমি আমার ফেভারিট চাচারে নিয়ে পোস্ট দিতাম, লল!
তাই তো দেখতেছি। আসলে কি বলবো কদিন আগে যেভাবে কথা হইল ভাবছি এরা অফ যাবে কিন্তু এখন দেখি বিশ্ব  ভাই দিবস নিয়ে পরতেছে।

Shishir99 ভাইতো দেখি খেইপা গিয়া রেপুটেশন বোর্ডে অলরেডি টপিক খুলে ফেলছে।

তবে আমি এখানে বলব বিটকয়েন বা ক্রিপ্টো রিলেটেড বিষয়গুলা ঠিক আছে, তা ছাড়াও আরো কিছু কিছু দিবস আছে যেগুলা পোস্ট করলে বা শুভেচ্ছা জানালে আমার দৃষ্টিতে সমস্যা নাই কিন্তু তারা যেভাবে এই ভাই দিবস, মে দিবস, বা অন্যান্য গুলার আমার মনে নাই এগুলা নিয়া পোস্ট করতেছে যার সাথে আমাদের বাংলা বোর্ডের বা ক্রিপ্টো এর কোন  কানেকশন নাই সেইসব নিয়েও পড়ে আছে।

তাও আবার নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে একাউন্ট ফার্মিং করার জন্য। বিষয়গুলা আসলেই লজ্জাজনক এখন তো এই লজ্জা  আমাদের পুরো বাংলা বোর্ডের মধ্যে আসবে ।

আসলে এই ভাইদের কমনসেন্স কখন আসবে জানিনা।


মাঝে মাঝে কিছু জিনিস খুবই অবিয়াস। আমি প্রথম থেকেই বলে আসছিলাম এই বিষয়ে, কারো কোনো ভুরুক্ষেপই ছিলোনা। যতক্ষন পর্যন্ত কেউ কঠোর হয় না ততক্ষন এই ট্রেন্ড চলতে থাকতো। পূর্বের যত ট্রেন্ড ছিলো যেমন: নিউজ সোর্স সেটাটেও এমন ঘটছিলো।

এখন এই রেপুটেশন পোস্টের কারনে আবার জিনিসটা ব্যাকফায়ার করে কিনা কে জানে। আমি আমার এই ২-৩ বছরের ফোরাম লাইফে টোটাল ২ বার এসব সেলিব্রেট করছি। একছিলো বিটকয়েনের জন্মদিন আর এক ছিলো হোল্ড ডে।

আমিও তো সেটাই বলে আসতেছি। ক্রিপ্টো রিলেটেড ডে গুলো পোস্ট করুক। নিজে জানুক অন্যদের জানাক। বা  না! এরা পরে আছে ভাই দিবস, মামা দিসব, নানা দিবস নিয়ে।

কমনসেন্স থাকলে আমার পোস্টগুলো দেখার পরই এসব অফ করে দিতো। এমন না যে ওদের কেউ এই বিষয়ে অবগত করে নি বা তারা এসব বিষয়ে জানাতো না। বারবার বলা হইছে, মেনশন করে কোট করে পর্যন্ত বলা হইছে, তা সত্ত্বেও এরা নিজেদের শুধরায় নি।