Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 25/05/2025, 13:52:45 UTC
Crypto Library, কি আমার কথা মিলছে? Roll Eyes

আপনাদের আর কোনো কি দিবস বাকি আছে? বিশ্ব চাচা দিবস কবে এটা কি জানেন?? জানলে আমাকে জানায়েন তো, আমি আমার ফেভারিট চাচারে নিয়ে পোস্ট দিতাম, লল!

এইসব ডে দেখার সময় নাই। কিন্তু যেহেতু আপনি জানতে চাইলেন, আপনাকে জানিয়ে রাখি যে আর মাত্র ৭ দিন পর আর্ন্তজাতিক পতিতা দিবস। যেটা International Whores' Day বা International Sex worker's Day নামে পরিচিত। এটা সাধারনত জুনের ২ তারিখে পালিত হয়ে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা মেরিটের জন্য Whoring করে, তারা কি এই ডে পালন করতে পারবে? আমি কি জুনের ২ তারিখে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট করতে পারবো?  Roll Eyes Roll Eyes
আমি আপনার টপিকটা রেপুটেশন বোর্ডে দেখে হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম। বলতে না বলতেই আরেকটি দিয়ে চলে আসলো আমাদের লোকাল বোর্ডে।

এখন এই রেপুটেশন পোস্টের কারনে আবার জিনিসটা ব্যাকফায়ার করে কিনা কে জানে। আমি আমার এই ২-৩ বছরের ফোরাম লাইফে টোটাল ২ বার এসব সেলিব্রেট করছি। একছিলো বিটকয়েনের জন্মদিন আর এক ছিলো হোল্ড ডে।
হ্যাঁ এটা যেন ব্যাক ফায়ার না করে সেটাই চাই আর আমাদের লোকাল বোর্ডের মোডারেটর খুবই ভালো মানুষ, কোমল হৃদয়ের মানুষ তাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে। কিন্তু আমরা এটার অপব্যবহার করছি এখন মনে হচ্ছে।