Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 27/05/2025, 11:25:48 UTC
তাও ঠিক বলছেন। ফায়ার হলেও বা কি না হলেও বা কি। আমার সবথেকে খারাপ লাগছে লয়েস'ভি এর ঐ কমেন্ট টা পড়ে। হয়তো বুঝছেন কোনটা মিন করছি!

নরম্যালি বলেন না বল্লে আবার মাটির তলে যাবার মতো সিচুয়েশন করে রাখেন। আপাতত তেমনই মনে হচ্ছে। এনিওয়ে আশা করি কিছুদিন অন্তত এসব আজাইরা ডগি ডে, ব্রো ডে, আঙ্কেল ডে অফ থাকবে। সত্যি কথা বলতে আমরা অনেক আজাইরা বালছাল মার্কা কথা বলি, একেবারে হুদাইই, অনেকটা মেসেন্জার গ্রুপ চ্যাটের মতো। বাট এই আজাইরা কথার মধ্যেও লিমিট থাকা উচিত। ইদানীং পোলাপাইন এমন এমন পোস্ট করে যা দেখলে লোকাল থেকে মুখ ফিরায় নিতে মন চায়। CL, GOT রে বলি ফাকা আওয়াজ দিতে ওরা বলে ইগনোর করতে। যাই হোক আপনি দিসেন ভালো করছেন।

একটা কথা বলি ভাই শুনেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন পরিবর্তন হয় না জানেন? কারণ যার যার দলের নেতাকর্মীরা তার নিজের দলের সমালোচনা করতে ভয় পায়। ধরেন আমি আওয়ামী লীগ করি, আজকে আওয়ামী লীগ একটা খারাপ কাজ করতেছে এবং সেটা আমি জানি এবং বুঝছি, বুঝেও নিজের দলের সমালোচনা না করে আমি সেই ভুল কাজটাকে সাপোর্ট করে যাচ্ছি। একই ঘটনা বিএনপি, জামাত এবং যতগুলো দলের কথা বলেন সবগুলার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি আপনার নিজের রাজনৈতিক দলের সমালোচনা না করেন তাহলে সেই দল কোনদিনই শোধরাবে না।

ভাই, বাইরের মানুষ আমাদেরকে কেন জুতাপেটা করবে? নিজের লোকাল বোর্ডের যে সমস্যা গুলো সেটা নিজেরা সমাধান করতে হবে। আপনি একবার দুইবার বলার পর যদি কাজ না হয় তাহলে নিজে ইন্টারন্যাশনাল লেভেলে একশন নিতে হবে। আজকে আমি এই থ্রেড ক্রিয়েট করার পর যে রিএকশন হয়েছে আপনার কি মনে হয় international কেউ করলে এর চাইতে কম হতো? লোকাল এ তো এতদিন ধরে আপনি বলে যাচ্ছিলেন কি হলো কোন উপকার হয়েছে? লাভ হয়েছে?