Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 26/05/2025, 18:28:20 UTC
এখন এই রেপুটেশন পোস্টের কারনে আবার জিনিসটা ব্যাকফায়ার করে কিনা কে জানে। আমি আমার এই ২-৩ বছরের ফোরাম লাইফে টোটাল ২ বার এসব সেলিব্রেট করছি। একছিলো বিটকয়েনের জন্মদিন আর এক ছিলো হোল্ড ডে।

ধরেন ব্যাকফায়ার করবে, করলে কি হারাবো আমরা? আমাদের যা হারানোর, তা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। আমাদের একটা লোকাল বোর্ড এর স্বপ্ন ছিলো, একটা এপ্লিকেশন থ্রেড ছিলো, সেটার খোজ কি কেউ রাখে? আমাদের লোকাল থ্রেড এর বর্তমান যে অবস্থা, তাতে করে আপনার মনে হয় আমরা কখনো লোকাল বোর্ড পাবো? তাইলে আমাদের আর কি হারানোর বাকি আছে বলেন। ব্যাকফায়ার করার কিছুই নাই আসলে।

আমি সাধারণত কাউকে কিছুই বলি না। আমি অনেক বছর ফোরামে ছিলাম না। যখন এসেছি অনেকেই আমাকে অপমান করেছে। কিন্তু কাউকে কিছুই বলি নাই। যারা অপমান করেছে, এখন দেখি তাদের সবারই তলে কাচা। আকাম কুকাম ছাড়া মেরিট পায় না। নিজের যোগ্যতার ব্যাবহার করে না। নিজেরা নিজেরা মেরিট আদান প্রদান করে একাউন্ট গ্রো করছে।


তাও ঠিক বলছেন। ফায়ার হলেও বা কি না হলেও বা কি। আমার সবথেকে খারাপ লাগছে লয়েস'ভি এর ঐ কমেন্ট টা পড়ে। হয়তো বুঝছেন কোনটা মিন করছি!

নরম্যালি বলেন না বল্লে আবার মাটির তলে যাবার মতো সিচুয়েশন করে রাখেন। আপাতত তেমনই মনে হচ্ছে। এনিওয়ে আশা করি কিছুদিন অন্তত এসব আজাইরা ডগি ডে, ব্রো ডে, আঙ্কেল ডে অফ থাকবে। সত্যি কথা বলতে আমরা অনেক আজাইরা বালছাল মার্কা কথা বলি, একেবারে হুদাইই, অনেকটা মেসেন্জার গ্রুপ চ্যাটের মতো। বাট এই আজাইরা কথার মধ্যেও লিমিট থাকা উচিত। ইদানীং পোলাপাইন এমন এমন পোস্ট করে যা দেখলে লোকাল থেকে মুখ ফিরায় নিতে মন চায়। CL, GOT রে বলি ফাকা আওয়াজ দিতে ওরা বলে ইগনোর করতে। যাই হোক আপনি দিসেন ভালো করছেন।



snip...
আমি আপনাদের মধ্যে একজন অনভিজ্ঞ সদস্য। আমার কথায় যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে সঠিক পথ দেখাবেন ।

আপনি কি গুগল ট্রান্সলেট মারছেন নাকি? আপনার কথা বার্তা এমন লাগে কেন? রোবট রোবট?



একেবারে পুরাতন যারা আছেন তাদের কাছে এই প্রশ্ন, আপনারা কেউ কি ফোরামের হিস্টোরি জানেন ভালোভাবে? মানে সাতোসির সাথে ফোরামের ইনভল্বমেন্ট হয় কিভাবে! আর থেমস কিভাবে ফোরামের এডমিন হন, নাকি আগে থেকেই ছিলেন, এটসেট্রা! আমি এতোদিন ধরে আছি এখানে তবে এগুলো জানার চেষ্টা করিনি।

রেপুটেশন বোর্ডে একটা পোস্ট দেখার পড় এই প্রশ্নটা জাগে আমার মাথায়। এক স্ক্যামার নিজেরে সাতোসির পোলা দাবি করে পোস্ট করে, সেইটা।
https://bitcointalk.org/index.php?topic=5508933.msg65416711#msg65416711