একটা কথা বলি ভাই শুনেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন পরিবর্তন হয় না জানেন? কারণ যার যার দলের নেতাকর্মীরা তার নিজের দলের সমালোচনা করতে ভয় পায়। ধরেন আমি আওয়ামী লীগ করি, আজকে আওয়ামী লীগ একটা খারাপ কাজ করতেছে এবং সেটা আমি জানি এবং বুঝছি, বুঝেও নিজের দলের সমালোচনা না করে আমি সেই ভুল কাজটাকে সাপোর্ট করে যাচ্ছি। একই ঘটনা বিএনপি, জামাত এবং যতগুলো দলের কথা বলেন সবগুলার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি আপনার নিজের রাজনৈতিক দলের সমালোচনা না করেন তাহলে সেই দল কোনদিনই শোধরাবে না।
ভাই, বাইরের মানুষ আমাদেরকে কেন জুতাপেটা করবে? নিজের লোকাল বোর্ডের যে সমস্যা গুলো সেটা নিজেরা সমাধান করতে হবে। আপনি একবার দুইবার বলার পর যদি কাজ না হয় তাহলে নিজে ইন্টারন্যাশনাল লেভেলে একশন নিতে হবে। আজকে আমি এই থ্রেড ক্রিয়েট করার পর যে রিএকশন হয়েছে আপনার কি মনে হয় international কেউ করলে এর চাইতে কম হতো? লোকাল এ তো এতদিন ধরে আপনি বলে যাচ্ছিলেন কি হলো কোন উপকার হয়েছে? লাভ হয়েছে?
যেমনটা বললেন "আমরা যা হারানোর আগেই হারিয়ে ফেলেছি", আসলেই এটিই হয়েছে, যেমন- আপনি যদি আমাদের বাংলাদেশের অলটাইম এক্টিভিটি ওভারভিউ চার্টটি খেয়াল করেন, মনে হয় আপনি তখন ফোরাম থেকে ব্রেক নিয়েছিলেন তারপরও যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ২০২৩ সালে, বাংলাদেশ থ্রেডের অল টাইম হাই একটিভিটি থেকে মেরিট আর্ন ছিল।
বলতে গেলে সেটা ছিল আমাদের থ্রেডের স্বর্ণযুগ , এমনটা তো অনেকটা কথা হচ্ছিল আমরা হয়তো লোকাল ভোট পাওয়ার খুব নিকটে ।
কিন্তু আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি সে সময় বাংলা থ্রেডের স্বর্ণযুগ হলেও অ্যাকাউন্ট ফার্মারদের সংখ্যাও বেশি ছিল্, একাউন্ট ফার্মিং শেষে কেউ ট্যাগ খেয়েছে কেউবা বাংলা থ্রেড থেকে পালায় থাকে। আর এ কারণেই দেখবেন আমাদের থ্রেডের আর তেমন উন্নতি হচ্ছে না।
আর এর কারণে আমি বারবার বলি যার যার অবস্থান থেকে প্রাইভেসি মেইনটেইন করে ফোরামে আশেপাশের মানুষজনদের ইনভাইট করতে পারেন। লোকাল বোর্ড, আমরা তখনই পাবো যখন আমাদের অ্যাক্টিভ মানুষজনের সংখ্যা বৃদ্ধি পাবে।