কিন্তু আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি সে সময় বাংলা থ্রেডের স্বর্ণযুগ হলেও অ্যাকাউন্ট ফার্মারদের সংখ্যাও বেশি ছিল্, একাউন্ট ফার্মিং শেষে কেউ ট্যাগ খেয়েছে কেউবা বাংলা থ্রেড থেকে পালায় থাকে। আর এ কারণেই দেখবেন আমাদের থ্রেডের আর তেমন উন্নতি হচ্ছে না।
আর এর কারণে আমি বারবার বলি যার যার অবস্থান থেকে প্রাইভেসি মেইনটেইন করে ফোরামে আশেপাশের মানুষজনদের ইনভাইট করতে পারেন। লোকাল বোর্ড, আমরা তখনই পাবো যখন আমাদের অ্যাক্টিভ মানুষজনের সংখ্যা বৃদ্ধি পাবে।
এটা ঠিক বলেছেন, আমাদের বাংলা বোর্ড এর ও অনেক দক্ষ লোক আছে, এইসব কারনে তারা আমাদের এখানে সময় ই দেয় না বর্তমানে। আর সময় দিবেই বা কেনো, যতসব বস্তাপচা আলাপ নিয়ে পড়ে থাকা হয়। তবে এখন মনে হচ্ছে অনেক টা উন্নতি হচ্ছে৷ ইদানিং দেখছি ফাও পেচাল গুলো কম হচ্ছে + অযথা কথা হচ্ছে না৷ এটার একটা খারাপ দিক ও আছে, এক্টিভিটি কমে যাচ্ছে। আশা করছি সবাই আগের মতো এক্টিভ হবে৷
আমাদের Shishir99 ভাই যে কাজ টা করছে, মনে হয় আগামি ১,২মাস এগুলা নিয়ে আর কোনো কথা হবে। আমিও চেষ্টা করব এখন থেকে সময় দেয়ার।