কিন্তু আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি সে সময় বাংলা থ্রেডের স্বর্ণযুগ হলেও অ্যাকাউন্ট ফার্মারদের সংখ্যাও বেশি ছিল্, একাউন্ট ফার্মিং শেষে কেউ ট্যাগ খেয়েছে কেউবা বাংলা থ্রেড থেকে পালায় থাকে। আর এ কারণেই দেখবেন আমাদের থ্রেডের আর তেমন উন্নতি হচ্ছে না।
আর এর কারণে আমি বারবার বলি যার যার অবস্থান থেকে প্রাইভেসি মেইনটেইন করে ফোরামে আশেপাশের মানুষজনদের ইনভাইট করতে পারেন। লোকাল বোর্ড, আমরা তখনই পাবো যখন আমাদের অ্যাক্টিভ মানুষজনের সংখ্যা বৃদ্ধি পাবে।
যারা ট্যাগ খেয়েছে, তাদের জন্য মায়া দেখিয়ে লাভ নেই। ট্যাগ খাওয়ার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ। আপনি চাইলে মাল্টিপল একাউন্ট চালাতে পারেন। আর কোনো প্রকার এবিউজ যদি না করেন, তাহলে মাল্টিপল একাউন্ট সবার সামনে থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু যারা ট্যাগ খেয়েছে, ঘুরে ফিরে দেখেন যে তারা কোনো না কোনো এবিউজ করার কারনেই ট্যাগ খেয়েছে।
ফোরামে নিজে থেকে লোক আনার ব্যাপার টা আমি সাপোর্ট করি না। এর পেছনের কারণ হলো বাংলাদেশীরা একজনের ভালো আরেকজন দেখতে পারে না। আপনার নিজের আনা লোকই একদিন দেখবেন আপনার বিরুদ্ধে দাড়িয়ে গেছে। আপনার এলাকার হলে তো কথাই নাই। দেখবেন হুট করেই আপনার সাথে আর কথা বলে না। আপনি বুঝতেও পারবেন না কি কারনে আপনার সাথে কথা বলে না।