Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Little Mouse
on 31/05/2025, 10:41:59 UTC
⭐ Merited by DYING_S0UL (1)
তারপর bitcoin.com এ সাবফোরাম হয়ে বর্তমান ডোমেইনে শিফট করে। এই ফোরামে সাতোশির প্রথম পোস্ট- https://bitcointalk.org/index.php?topic=5.0

আমি জানতাম forum.bitcoin.org ডোমেইনে প্রথমে শিফট করা হয়, যেই ডোমেইনটা সম্ভবত কোবরা অথবা সিরিয়াস হ্যান্ডেল করতো। তারপর সেটা বর্তমান ডোমেইনে আসছে। আর bitcoin.com যে ডোমেইন, এটা সম্ভবত CSW এর কন্ট্রোলে ছিলো। যেটা ব্যাবহার করে সে পরবর্তী তে বিটকয়েন ক্যাশ সেল করেছিলো। আমি পুরোপুরি শিওর না এই ব্যাপারে। তবে চ্যাট জিপিটিরে কাছে জানতে চাইলে সে বলে http://bitcoin.sourceforge.net/ ডোমেইন থেকে সরাসরি বর্তমান ডোমেইনে শিফট করছে। যদিও এটা আমার কাছে সঠিক মনে হয়নি। কোবরা আর সিরিয়াস কি এই ফোরামে এখন আর আসে? ওরা কি এখনো বাকি ডোমেইন গুলো কন্ট্রোল করে?
Bitcoin.com নয়, bitcoin.org

এই একটা ভুল অনেক কিছু পরিবর্তন করে দেয় লল। ভুলে লিখেছি ভাই।

কোবরা ২০২১ এ লাস্ট এক্টিভ ছিল- https://bitcointalk.org/index.php?action=profile;u=249495

আর সিরিয়াস ভাই ২০২৪ এ- https://bitcointalk.org/index.php?action=profile;u=4

এরা মনে হয় না এখন আর তেমন এক্টিভ।

এই ডোমেইন/হস্টিং এর এক্সেস আগে কোবরার কাছেও ছিল সম্ভবত কিন্তু কিছুবছর আগে বিটকয়েনটক ফোরামের সবকিছু থিমসের নিয়ন্ত্রণে দিয়ে দেয় যতদুর মনে পরে। খুজতে হবে।