Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 01/06/2025, 17:03:43 UTC
আসেন ভাই আপনারা আসেন যাদের মনে অনেক দুঃখ কষ্ট জমা হয়ে আছে তারা গালি দিয়ে নিজের মনটাকে আপাতত হালকা করুন।

জীবনে ভালো থাকতে চাইলে, সুখে থাকতে চাইলে, আর কারো খেলা দেখা বাদ দেন বা না দেন বাংলাদেশের খেলা দেখা অফ করুন। আমি এই মটো ফলো করি। এজন্য খেলা দেখাই পুরো অফ করে দিসি।
 Smiley
না আজকে বাংলাদেশ অনেক ভালো খেলেছে ।আপনি যদি খেলা পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে বাংলাদেশ ভালো খেলেছে।
শুরুতে দুজন অনেক ভালো ব্যাটিং করেছে শেষের দিকে এসে মারা চেষ্টা করেছে জাকির আলী কিন্তু ব্যাটে বলে ভালো কানেকশন করতে পারেনি। জাকের আলি যদি শেষের দুটো বল ভালো কানেকশন করতে পারত তাহলে রান অবশ্যই ২০০ হয়ে যেত।
তবে আজকে বাংলাদেশ জয় লাভ করতে পারে যদি ভালো বোলিং করতে পারে। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো তাতে মনে হল এটি সম্পূর্ণ ব্যাটিং সহায়ক পিচ তাই এখানে বাংলাদেশের মতো পাকিস্তানও ভালো খেলবে। তাই আপাতত বাংলাদেশের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নই।