বাংলাদেশের একসময়ের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশের বিসিবির নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে। সুতরাং বাংলাদেশের বাঘের বাচ্চাদের উচিত এই প্রাক্তন অধিনায়ক কে আপাতত একটা জয় উপহার দিয়ে বরণ করে নেওয়া।
বাংলাদেশের বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এ অবশ্যই অনেক দক্ষ এবং সুচিন্তাশীল মানুষ। বাংলাদেশের ক্রিকেট দল তার হাত ধরে ভালো একটা অবস্থানে যেতে পারে। সম্পূর্ণ বিশ্বাস আছে এইবারে বিসিবির হাত ধরে বাংলাদেশ ভালো একটা সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে।
জীবনে ভালো থাকতে চাইলে, সুখে থাকতে চাইলে, আর কারো খেলা দেখা বাদ দেন বা না দেন বাংলাদেশের খেলা দেখা অফ করুন। আমি এই মটো ফলো করি। এজন্য খেলা দেখাই পুরো অফ করে দিসি।

জীবনে ভাই এটা বহুত বলছি বহুত তওবা করছি কিন্তু কাজ হয় নাই বাংলাদেশের খেলা হইলেই অটোমেটিক ক্রিকবাজ চেক করে করে খেলা দেখি। একচুয়ালি বলতে পারেন লজ্জা বলতে কিছু নাই, একপ্রকার বেহায়ার বাংলাদেশের খেলা দেখতে যাই
