Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 01/06/2025, 22:52:59 UTC
আপনার ভালো খেলার কাথায় আগুন। সারাবছর হোগামারা খায় আর একটা মার্চে ভালো করলে পাবলিক সেটা নিয়ে মাতামাতি করে। এদের হুদাই না খেলায়ে মিডিলইস্টে পাঠায় দেন। সেখানে গিয়ে কাফিলদের জন্য সান্ডা ধরুক।
ইতিহাসের শুনেছি, উত্তর কোরিয়ার ফুটবল টিমকে একবার কোন একটি ম্যাচ বাজেভাবে পরাজিত হওয়ার কারণে ওই টিমের সম্পূর্ণ খেলোয়ারকে কয়লা খনিতে কাজ করার জন্য প্রেরণ করা হয়। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কথা ছিল তোমাদের খেলার জন্য নিযুক্ত করা হয়েছে তোমরা কেন বাজেভাবে পরাজিত হবে। তাই তোমাদের খেলানোর পরিবর্তে কয়লা খনিতে কাজ করার জন্য নিযুক্ত করা হলো।

আমাদের বাংলাদেশের মায়ের দোয়া টিমকে অবশ্যই উচিত আরবের মরুভূমিতে পাঠিয়ে সান্ডার চাষ করানো। এরা যদি আমাদের ক্রিকেটই না উপহার দিতে পারে তাহলে তাদের দিয়ে আমাদের কি হবে। তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয় অথচ তারা আমাদের কি ফিডব্যাক দিল। যত্তসব কফিলের দল।