বাংলা তাও আবার এত কষ্ট করে টাইপিং করতে হয়?
পিসিতে থাকলে চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি রেগুলার ইউজ করি, খুবই দারুণ একটা টুলস।
https://www.speechtexter.com/আর মোবাইলে Gboard সবচাইতে বেস্ট অপশন ভয়েস থেকে টেক্সে কথা রূপান্তরিত করার জন্য তাই এত আবার টাইপিং করতে হইব কেন?
এটা আসলেই সত্য? আমিতো নির্লজ্জের মতন যাই, যদি ম্যাচ না দেখি অন্তত কিছুক্ষণ পরপর স্কোর দেখতে যাই। আজকে তো বাংলাদেশ টিম পুনরায় আবার হার্ট অ্যাটাক করে দিল।
শুরুতে এমন পারফরমেন্স করল যে মনে হয় তারাই জিতে যাবে লাস্টের দিকে গিয়ে পাকিস্তানি বেটারসদের আর সামাল দিতে পারল না ।
আমি পারিনা ভাই, আমার সমস্যা হয়। ইংরেজি অনেক ফাস্ট টাইপিং করতে পারি বাট বাংলা একদমই পারিনা। মোবাইল দিয়ে আবার অনেক ফাস্ট টাইপিং পারি। এজন্য প্রথমে ফোনে নোটপ্যাডে লিখি, তারপর সেটা টেলিগ্রামে "Saved Message" বক্সে সেন্ড করি, তারপর কপি পেস্ট করে পিসি দিয়ে পোস্ট মারি। এই কমেন্টটাও সেইম ওয়েতে করলাম, লল।
এই টুলটার কাজ কি এক্সাকলি? টাইপিং প্রাকটিস করা?
আমি ভাই রিডমিক ক্লাসিক ইউজার, এটাতেই অভ্যস্ত। অন্য কিবোর্ডে পেরা খাই। জিবোর্ড টিবোর্ড এসব ভালো লাগেনা।
আমার অনেক বন্ধুবান্ধব আছে আপনার মতো নির্লজ্জ। ডেইলি বলে নাকে মাটি দিলাম আর খেলা দেখবো না বলে আবার যেই লাউ সেই কদু।
না আজকে বাংলাদেশ অনেক ভালো খেলেছে ।আপনি যদি খেলা পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে বাংলাদেশ ভালো খেলেছে।
....
আপনার ভালো খেলার কাথায় আগুন। সারাবছর হোগামারা খায় আর একটা মার্চে ভালো করলে পাবলিক সেটা নিয়ে মাতামাতি করে। এদের হুদাই না খেলায়ে মিডিলইস্টে পাঠায় দেন। সেখানে গিয়ে কাফিলদের জন্য সান্ডা ধরুক।