Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 02/06/2025, 02:15:09 UTC
এটা আসলেই সত্য? আমিতো নির্লজ্জের মতন যাই, যদি ম্যাচ না দেখি অন্তত কিছুক্ষণ পরপর স্কোর দেখতে যাই। আজকে তো বাংলাদেশ টিম পুনরায় আবার হার্ট অ্যাটাক করে দিল।
শুরুতে এমন পারফরমেন্স করল যে মনে হয় তারাই জিতে যাবে লাস্টের দিকে গিয়ে পাকিস্তানি বেটারসদের আর সামাল দিতে পারল না । 
আসলে ভাই যারা প্রকৃত ক্রিকেটপ্রেমী, তারা কখনোই বাংলাদেশের খেলা হলে না দেখে থাকতে পারে না, অত্যন্ত পক্ষে লাইভ খেলা না দেখলেও ক্রিকবাজ থেকে স্কোর দেখা হয়। আমরা যতই বকাবকি করি কিন্তু দিনশেষে যখন বাংলাদেশের খেলা হয় তখন অবশ্যই দেখা হয়। আমি খেলা দেখার সময় ব্যাটসম্যান এবং বোলারদের অনেক বকাবকি করে থাকি, তবুও খেলা দেখা হয়।

যাইহোক, গতকাল বাংলাদেশ ১৯৬ রান সংগ্রহ করেছিলো, কিন্তু লীটন ও তৌহিদ হৃদয়ে ব্যাটিং ভালো ছিলো না, যেখানে বাংলাদেশের ১০ ওভারে ১০০ প্লাস রান তুলেছিল, তখন লিটন দাস ১৮ বলে ২২ রান এবং হৃদয় ১৮ বলে ২৫ রান তাদের দুজনের ব্যাটিং দেখে মনে হলো তারা ODI খেলতে এসেছে। আসলে বাংলাদেশ দলে যোগ্য খেলোয়াড়ের অভাব রয়েছে, যারা যোগ্য তারা সুযোগ পায় না আর যারা অযোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হয়।

এখানে আমি ব্যাটসম্যানদের ভুল ধরবো না, কারন টি-২০ তে পার ওভারে প্রায় ১০ রান করে প্রয়োজন ছিলো। ১৯৬ রানের টার্গেট জয়ের জন্য যথেষ্ট লক্ষ্য ছিল। এখন আমরা কাদের দোষ দিবো? আমার মতে বাংলাদেশের পরাজয়ের কারন হলো বাংলাদেশের বোলিং লাইন ভালো নয়। আমি এটা স্বীকার করি যে পিচ ব্যাটিং বান্ধব ছিল, তবুও আমি মনে করি বাংলাদেশের বোলারা ভালো বোলিং করতে পারে নাই। যদি একাদশে তাসকিন ও মুস্তাফিজ থাকতো তাহলে হয়তো পাকিস্তানের ব্যাটসম্যানদের কিছুটা হলেও সামাল দিতে পারতো।

আর কেউ কী লাইভ খেলা দেখেছেন? আমি মনে হয় দেখলাম যে এই ম্যাচে কোন এক ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রমোশন করছে, না আমি ভুল দেখলাম।