Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 02/06/2025, 18:03:46 UTC
বাংলা তাও আবার এত কষ্ট করে টাইপিং করতে হয়?
পিসিতে থাকলে চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি রেগুলার ইউজ করি, খুবই দারুণ একটা টুলস।
https://www.speechtexter.com/

আর  মোবাইলে  Gboard সবচাইতে বেস্ট অপশন ভয়েস থেকে টেক্সে কথা রূপান্তরিত করার জন্য তাই এত আবার টাইপিং করতে হইব কেন?

ভয়েস টাইপিং আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় ভাই, আমি বলি একটা, আর টাইপ হয় আরেকটা। এরকম অনেকবার টাইপ করে দেখেছি। বার বার কারেকশন করা লাগে। যতবার কারেকশন করি, মনে হয় তত সময়ে হাতে টাইপ করলেই পারতাম। হুদাই ভয়েস টাইপিং করতে গিয়ে আরো সময় নষ্ট করে ফেলি। এরকম এক দুইবার হলে সমস্যা হতো না, প্রায় প্রতি লাইনেই দুই একটা ভূল হয়ে যায়। তাই আমি আর ভয়েস টাইপিং ট্রাই করি না।
আপনি কি কখনো এই সাইট টা ইউজ করেছেন?
বাংলা এবং ইংরেজি রিজিওনাল ভিত্তিক একসেন্ট রয়েছে।
আর তাছাড়া আমার তো এটা  ব্যবহার করতে তেমন সমস্যা হয় না।
ভয়েস টাইপিং এর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনার ডিভাইসের আশেপাশের নয়েজ কম থাকতে হবে যেমন আপনি ফ্যান ছেড়ে রেখেছেন এবং সেই সাথে সাথে  ভয়েজ টেক্সট দিচ্ছেন বা আপনার আশেপাশে কথা হচ্ছে তখন যদি ভয়েস দেন তাহলে সমস্যাটি সব ক্ষেত্রেই হবে।
আর তাছাড়া ডিভাইস গুলোর মাইক্রোফোন যদি ভালো না থাকে সেটাও একটা ফ্যাক্ট, আমি কয়েকটা ডিভাইস ব্যবহার করেছি এবং প্রত্যেকটা ডিভাইসে পারফরম্যান্স একেক রকম ছিল মাইক্রোফোনের উপর বেস করে। মিথ্যা বলবো না এই সাইটটি আমার অনেক সময় বাঁচিয়েছে যেমন আপনার পোস্টের রিপ্লাই দিতে গিয়েও এখন সময় বাচালো।

Quote
আর টপ ১০ এ যে চলে আসলাম, আমাকে কিছু গিফট করবেন না কেউ? আমি তো এখানে রেগুলার ছিলাম না। তবুও টপ ১০ এ চলে আসছি। কিছু চা নাস্তার ব্যাবস্থা অন্তত করতে পারেন।
আগে আমার গিফট দেন তারপর আপনার টা  দিতেছি, বছরের বেশি হয়ে গেল মনে হয় টপ থ্রিতে রয়েছি।  দশে এসে যদি আপনার জন্য চা নাস্তা করতে হয় তাহলে আমার জন্য সুলতান দাইন এর কাচ্চি রেডি রাইখেন।



আপনি কি কখনো এই সাইট টা ইউজ করেছেন?
7. Review Master [323] 
বাংলা এবং ইংরেজি রিজিওনাল ভিত্তিক একসেন্ট রয়েছে।
আর তাছাড়া আমার তো এটা  ব্যবহার করতে তেমন সমস্যা হয় না।
এমন আবনতি আশাও করি নাই  Grin
ভয়ে
যাই হোক
াইপিং এর্ষত্রমন আছন ?
ভাই এমন
ি বিষয় খেয়ই মল রাখতে হয় সেটা হচ্ছে আপ তির ডিভাইসে একবার আশেপের নয়েজ লোম থকতে হবে যেমন আপনি ফল থযান ছেডউকি দিলখেছে তো অবতি হং সেই, মথে াথ  ভয়েজ টেক্সট দিচ্ছে্তত ৪-৫ বাআপনার আশখা  পাইলকথরাপ চ্ছে যদি ভয়েস দেন তহলে সমস্যাটি সব ক্ষেত্রেই হবে
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 02/06/2025, 17:58:44 UTC
বাংলা তাও আবার এত কষ্ট করে টাইপিং করতে হয়?
পিসিতে থাকলে চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি রেগুলার ইউজ করি, খুবই দারুণ একটা টুলস।
https://www.speechtexter.com/

আর  মোবাইলে  Gboard সবচাইতে বেস্ট অপশন ভয়েস থেকে টেক্সে কথা রূপান্তরিত করার জন্য তাই এত আবার টাইপিং করতে হইব কেন?

ভয়েস টাইপিং আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় ভাই, আমি বলি একটা, আর টাইপ হয় আরেকটা। এরকম অনেকবার টাইপ করে দেখেছি। বার বার কারেকশন করা লাগে। যতবার কারেকশন করি, মনে হয় তত সময়ে হাতে টাইপ করলেই পারতাম। হুদাই ভয়েস টাইপিং করতে গিয়ে আরো সময় নষ্ট করে ফেলি। এরকম এক দুইবার হলে সমস্যা হতো না, প্রায় প্রতি লাইনেই দুই একটা ভূল হয়ে যায়। তাই আমি আর ভয়েস টাইপিং ট্রাই করি না।

আর টপ ১০ এ যে চলে আসলাম, আমাকে কিছু গিফট করবেন না কেউ? আমি তো এখানে রেগুলার ছিলাম না। তবুও টপ ১০ এ চলে আসছি। কিছু চা নাস্তার ব্যাবস্থা অন্তত করতে পারেন।
আপনি কি কখনো এই সাইট টা ইউজ করেছেন?
বাংলা এবং ইংরেজি রিজিওনাল ভিত্তিক একসেন্ট রয়েছে।
আর তাছাড়া আমার তো এটা  ব্যবহার করতে তেমন সমস্যা হয় না।
ভয়েস টাইপিং এর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনার ডিভাইসের আশেপাশের নয়েজ কম থাকতে হবে যেমন আপনি ফ্যান ছেড়ে রেখেছেন এবং সেই সাথে সাথে  ভয়েজ টেক্সট দিচ্ছেন বা আপনার আশেপাশে কথা হচ্ছে তখন যদি ভয়েস দেন তাহলে সমস্যাটি সব ক্ষেত্রেই হবে।