Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 02/06/2025, 19:41:01 UTC
আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাইয়েরা। প্রচুর ব্যাস্ততার কারণে ঠিকমতক ফোন হাতে নেওয়ার সময় পাচ্ছিনা। একটু সময় করে ফোরামে আসলাম একটা প্রয়োজনে। ফোরামে কেউ আছেন যিনি ভিপিএন নিয়ে কাজ করেন? আমার একটা বাংলাদেশে সার্ভারের Openvpn কনফিগ লাগে। দেশের বাহিরে থেকে বিকাশ , নগদ এসব এপস ব্যাবহারের জন্য। কারো কাছে থাকলে প্রাইস সহ আমাকে জানানোর অনুরোধ রইলো।

এটা এক প্রকারের ভিপিএন সার্ভিস তা আমি জানি বাট এটা এক্সাকলি কিভাবে কাজ করে তা জানিনা। আর এটা অন্যান্য ভিপিএন থেকে আলাদা নাকি? একটু যদি আইডিয়া দিতেন। কনফিগ দিয়ে হেল্প করতে পারলাম না। তবে আপনি টেলিগ্রামে খোঁজ করতে পারেন। ঐখানে এসব প্রিমিয়াম জিনিসের ব্যাপক সেলার আছে। এই গ্রুপটাই একটু নক দিতে পারেন, যত রকম প্রিমিয়াম একাউন্ট আছে সবকিছু পাবেন এখানে: @PremiumNetworkTeam



বাংলা তাও আবার এত কষ্ট করে টাইপিং করতে হয়?
পিসিতে থাকলে চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি রেগুলার ইউজ করি, খুবই দারুণ একটা টুলস।
https://www.speechtexter.com/

আর  মোবাইলে  Gboard সবচাইতে বেস্ট অপশন ভয়েস থেকে টেক্সে কথা রূপান্তরিত করার জন্য তাই এত আবার টাইপিং করতে হইব কেন?

ভয়েস টাইপিং আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় ভাই, আমি বলি একটা, আর টাইপ হয় আরেকটা। এরকম অনেকবার টাইপ করে দেখেছি। বার বার কারেকশন করা লাগে। যতবার কারেকশন করি, মনে হয় তত সময়ে হাতে টাইপ করলেই পারতাম। হুদাই ভয়েস টাইপিং করতে গিয়ে আরো সময় নষ্ট করে ফেলি। এরকম এক দুইবার হলে সমস্যা হতো না, প্রায় প্রতি লাইনেই দুই একটা ভূল হয়ে যায়। তাই আমি আর ভয়েস টাইপিং ট্রাই করি না।

আর টপ ১০ এ যে চলে আসলাম, আমাকে কিছু গিফট করবেন না কেউ? আমি তো এখানে রেগুলার ছিলাম না। তবুও টপ ১০ এ চলে আসছি। কিছু চা নাস্তার ব্যাবস্থা অন্তত করতে পারেন।

যাই করেন না কেন টুলস্ দিয়ে বাংলা টাইপিং অলওয়েজ পেরা। এর থেকে ম্যানুয়ালিই করেন। ভাই Chatgpt ট্রাই করে দেখতে পারেন। ঐটা অনেক এডভান্স। ঐখানে ইংরেজি ভয়েস দিলে সব ফিক্স করে মেসেজ আকারে কনভার্ট করে দেয়। তবে বাংলা কনভার্ট কতটা পারদর্শীভাবে করতে পারবে বা আদেও পারবে কিনা আইডিয়া নাই।

কেউ যদি কোনো গিফ্ট পায় তাহলে সেটা আমার পাওয়া উচিত। আমি যবে থেকে ফোরামে পোস্ট করা শুরু করছি তখন থেকেই লোকালে এক্টিভ। আমার সাথে যারা নিউবি ছিলো যারা সিনিয়র হয়ে গেছে তারাও লোকালে পোস্ট করা ছেড়ে দিছে। শুধু হাতে গোনা কজন লোকালে থাকে। আর প্রতি মাসে টপ ৫ পোস্টদাতার মধ্যে থাকি আমি। তো সেই হিসেবে আমিও গিফ্ট ডিজার্ভ করি।  Smiley