আমি আসলে এই ওয়েবসাইটাকে কখনো ব্যবহার করি নাই। তবে আপনার সাজেশন অনুযায়ী, এই পোস্টটা টেক্সট টু ভয়েস দিয়ে ট্রাই করতেছি। যদি এটা ঠিকঠাক মত কাজ করে তাইলে এটা ভবিষ্যতে ব্যবহার করব। আমি আমার ল্যাপটপে একদম মুখের কাছে নিয়ে তারপর ভয়েজ দিচ্ছি। এই পর্যন্ত মোটামুটি সঠিকই আসছে, তবে একটু পর পর কিছু কিছু কারেকশন করা লাগতেছে। সত্যি বলতে এখন পর্যন্ত আমি আসলে অনেকটা ইম্প্রেসড। আসলেই তো এটা মোটামুটি ভালই কাজ করে।
কয়েকদিন ইউজ করতে থাকেন দেখবেন পরবর্তীতে আরো বেশি ভালো লাগবে, এটা বাংলা ইংলিশ দুটোতেই যদি উচ্চারণ সঠিক থাকে তাহলে খুব সহজে আপনার কারেকশন করতে হবে না, আমার তো অবস্থা বর্তমানে এমন যে আমি অনেক সময় আলসেমির কারণে কি বোর্ডই ব্যবহার করি না।
মাঝেমধ্যে যদি ভুল টাইপিং করে তাহলে জাস্ট ওইটুকু টেক্সটকে মাউস এর পয়েন্টার দিয়ে সিলেক্ট করি এবং পুনরায় ভয়েস দেই কিবোর্ডে হাত দিয়ে কাটাছিরা করার প্রয়োজন হয় না।
আর শর্টকাট কি গুলো খেয়াল রাখবেন বিশেষ করে ESC, ctrl+Q
নিজে এতদিন ধরে ব্যবহার করতেছেন কিন্তু আমাদের বললেন না এটা কোন কথা হইল? এই ওয়েবসাইটটা বুক মার্ক করে রাখলাম ভবিষ্যতে আরো কাজে লাগবে। আমি সাধারণত ইংলিশ গুলো ভয়েস টু টেক্সট হিসেবে ব্যবহার করি। উইন্ডোজ ১১ এর মধ্যে এরকম একটা অপশন অলরেডি থাকে, আমি আপাতত সেটাই ব্যবহার করতেছি। তবে বাংলার জন্য এটা ভালো একটা টুল।
আমার সঠিক মনে নাই বছরখানেক আগে ফোরামেই না কোথাও এটা আমিও অনেক আগে একজনের পোস্টে দেখতে পেয়েছিলাম। সে হিসেবে আপনার মতন লোকের এটা চোখে পড়ে নাই এটা আমার নিকট অবিশ্বাস্য

,
বাই দ্যা ওয়ে শুধু উইন্ডোজ ১১ না উইন্ডোজ টেনে WINDOWS+H চাপলে আপনি ইংলিশে ভয়েস টেক্সট দিতে পারবেন, তবে এই ওয়েবসাইটের মতন মজা আর কোথাও পাবেন না জাস্ট অ্যাড ব্লকার ইউজ করে নিবেন। যা আপনি এখন না বুঝলেও কিছুদিন ব্যবহার করলে বুঝবেন।