সেটাই তো ভাই। তবুও অনেক টুল আছে যেগুলো নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করে। মানে তাদের ওয়েবসাইট নয়েজ গুলো আমলে নেয় না। তবে সব চাইতে বেশি সমস্যা করে সম্ভবত আশে পাশের সাউন্ড গুলো। যদিও আমি তেমন একটা নয়েজ এ থাকি না। সম্ভবত ফ্যানের সাউন্ড এ সমস্যা করতে পারে। আর আমি ফোরামে পোষ্ট করার সময় সাধারণত একা থাকি। আশে পাশে কেউ কোনো কথা বলার প্রশ্নই আশে না।
বাসায় আশেপাশে মানুষের কথাবলার কারনে আমি আমার জন্য আলাদা রুম ব্যবস্থা করে নিয়েছি তবে আমার সমস্যা হচ্ছে এখানে এসি নাই, আছে হলো সিলিং ফ্যান আর সিলিং ফ্যানের কাজ হয় না দেখে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করি আর এটার বাতাসের ফলে মাঝেমধ্যে আমার ভয়েস টাইপিং করতে সমস্যা হয়।
আর নয়েস ক্যান্সেলেশন সাপোর্ট করলেও ডিভাইসের উপরেও উঠে মাইক্রোফোন কতটুকু নিতে পারে এটারও একটা ফ্যাক্ট হয়েছে।
যাইহোক অন্য কথায় আসি, IOS এ Tor browser এর অল্টারনেটিভ কি কোন কিছু আছে ?
আমি প্রচুর খোঁজাখুজি করলাম Chatgpt এর সাহায্য নিয়েছি কিন্তু সেখানে onion ব্রাউজার সাজেস্ট করে কিন্তু আমি সেই ব্রাউজারের রিভিউ ভালো দেখলাম না।