ভয়েস টাইপিং মোটামোটি ভালোই লাগছে আমার কাছে। তবুও যে জিনিসে অভ্যাস হয়ে গেছে, সেটা ছাড়বো কিভাবে? আমি সাধারনত অভ্র আর বিজয় ৫২ দুইটাই ব্যাবহার করি। বার বার ট্যাব সুইচ করে করে কপি পেস্ট করাও আমার কাছে প্যাড়া মনে হয়। যেহেতু টাইপিং স্পিড ভালোই, সময় দুটোতে প্রায় সমান সমান লাগে। তাই টাইপিং করে এই পোষ্ট করলাম

যাইহোক অন্য কথায় আসি, IOS এ Tor browser এর অল্টারনেটিভ কি কোন কিছু আছে ?
আমি প্রচুর খোঁজাখুজি করলাম Chatgpt এর সাহায্য নিয়েছি কিন্তু সেখানে onion ব্রাউজার সাজেস্ট করে কিন্তু আমি সেই ব্রাউজারের রিভিউ ভালো দেখলাম না।
প্রশ্নটা কি কোনো ভাবে আমাকে করছেন? নাকি অন্যান্য ফোরাম ইউজারদের? অন্যদের করে থাকলে ঠিক আছে। আমার জীবনে কোনোদিন এপল এর কোনো প্রোডাক্ট ইউজ করার সুযোগ হয়নি। নিজে তো কখনো কিনি নাই। সম্ভবত কলিগের এপল ডিভাইস কয়েকবার ব্যাবহার করেছিলাম। আপনি ইন্টারন্যাশনাল ফোরামে পোষ্ট করলে সম্ভবত কুইক কিছু রেসপন্স পেতে পারেন। আমাদের লোকালেও অনেক আম্বানি আছে হয়তো আপনার মতো, কিন্তু সবাই কি আর টর ব্যাবহার করে?
