Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 20/06/2025, 08:27:39 UTC

ভাই, আপনি কি চিকনে আমারে অপমান করে দিলেন? আমি তো শুদ্ধ বাংলায় কথা বলি এবং আমার ভাষায় কোনো আঞ্চলিক টান নেই। তবুও আমার সমস্যা হচ্ছে, এজন্য আপনি আমারে চিকন করে অপমান করে দিলেন। আর আমি তো জিবোর্ড ব্যাবহার করছি না। ক্রিপ্টো লাইব্রেরি ভাইয়ের দেয়া সেই টুল টা কালকে ব্যাবহার করলাম ল্যাপটপে, মোটামোটি ভালোই মনে হলো। একটু আধটু সমস্যা হচ্ছে, তবে আশা করি ব্যাবহার করতে করতে ঠিক হয়ে যাবে।
না ভাই আমি কিন্তু এটা চিকনে অপমান করি নাই। আসলে আমাদের উচ্চারণের কারণে মাঝে মাঝে ভুল লেখা হয় এবং মাঝে মাঝে জি-বোর্ডে যেই স্পেলিং টা শুনে আউটপুট দিবে সেও নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে ভুল উচ্চারণ লিখে দেয়। আমি ভাই একদমই আপনাকে কোনভাবেই অপমান করার চেষ্টা করি নাই এটা নিয়ে একটুও অপমানমূলক কোন কিছু ভাইবেন না। এখন কি অবস্থা ভাই ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের টুলস্ ব্যবহার করতেছেন কি? আমি নিজেও মাঝে মাঝে টুলস ব্যবহার করি যখন সময় খুবই অল্প পাই। ভালোই আছে এতে করে খুব সহজেই লেখা যায়।


আর তাছাড়া যান্ত্রিক ত্রুটি বলে একটা বিষয়ে আমরা ফিজিক্সে পড়ে এসেছি সেটা কিন্তু একজিস্ট করে। আর তাছাড়া আমাদের আশেপাশের পরিবেশ প্রায় সবসময় এরকম থাকে হয় যানবাহনের হর্ন বাজতেছে অথবা পরিবারের কেউ কথা বলতেছে। তবে যখন শান্ত পরিবেশ থাকে তখন গুগল কিবোর্ড বলেন বা অন্য কোন টুলস বলেন সবকিছুই ভালোভাবেই শুনতে পায়।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন এই যান্ত্রিক ত্রুটি এটা সবকিছু মিলিয়ে কিবোর্ডগুলো ভুল ভাবে শুনে এর জন্য ভুল উচ্চারণটাই তারা লিখে দেয় কিন্তু নিরিবিলি পরিবেশে এবং একদম নয়েজ নাই এরকম অবস্থায় কিছু বললে কিবোর্ডগুলো খুব সুন্দর ভাবে সেগুলো লিখে দিতে পারে।