একচুয়ালি ভাই এই ধরনের সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ হয়েও আমরা সঠিকভাবে বাংলা ভাষার বর্ণগুলো সঠিকভাবে বলতে পারিনা। আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা আমাদের মায়ের মুখের ভাষা কিন্তু এই ভাষা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না যার কারণে প্রোপার উচ্চারণ Gboard শুনতে পারে না সেজন্যই সে যেটা শুনতে পারে সেটার উপর বেস করে আউটপুট দেয়।
ভাই, আপনি কি চিকনে আমারে অপমান করে দিলেন? আমি তো শুদ্ধ বাংলায় কথা বলি এবং আমার ভাষায় কোনো আঞ্চলিক টান নেই। তবুও আমার সমস্যা হচ্ছে, এজন্য আপনি আমারে চিকন করে অপমান করে দিলেন। আর আমি তো জিবোর্ড ব্যাবহার করছি না। ক্রিপ্টো লাইব্রেরি ভাইয়ের দেয়া সেই টুল টা কালকে ব্যাবহার করলাম ল্যাপটপে, মোটামোটি ভালোই মনে হলো। একটু আধটু সমস্যা হচ্ছে, তবে আশা করি ব্যাবহার করতে করতে ঠিক হয়ে যাবে।
বাই দ্যা ওয়ে শুধু উইন্ডোজ ১১ না উইন্ডোজ টেনে WINDOWS+H চাপলে আপনি ইংলিশে ভয়েস টেক্সট দিতে পারবেন, তবে এই ওয়েবসাইটের মতন মজা আর কোথাও পাবেন না জাস্ট অ্যাড ব্লকার ইউজ করে নিবেন। যা আপনি এখন না বুঝলেও কিছুদিন ব্যবহার করলে বুঝবেন।
আপনাকে ধন্যবাদ এই টুলের জন্য। যখন ল্যাপটপে থাকি, তখন এটা ব্যাবহার করা যাবে। পিসিতে মাইক্রোফোন নাই। তাই বিজয় ৫২ ই ভরসা।