Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 20/06/2025, 11:44:21 UTC
এখন কি অবস্থা ভাই ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের টুলস্ ব্যবহার করতেছেন কি? আমি নিজেও মাঝে মাঝে টুলস ব্যবহার করি যখন সময় খুবই অল্প পাই। ভালোই আছে এতে করে খুব সহজেই লেখা যায়।

আমি আপাতত টুলস ব্যাবহার করছি না। আসলে ভাই যার যেটা ব্যাবহার করে অভ্যাস। আমি অভ্র আর বিজয় কিবোর্ড দুইটাই ব্যাবহার করে অভ্যস্ত। আর আমার টাইপিং স্পিড মোটামোটি ভালোই। ভয়েস টাইপিং করতে গেলে যে টুকিটাকি ভুল হয়, সেগুলো সংশোধন করতে গেলে যতটুকু সময় লাগে, সেই সময়ে আমি মোটামোটি একটা পোষ্ট লিখে ফেলতে পারি। ঘুরে ফিরে কথা সেই একই দাঁড়ায়।

তবুও আমি মনে করি এই টুল অনেকের কাজে লাগতে পারে। বিশেষ করে যাদের টাইপিং স্পিড ভালো না, তারা চাইলে এই টুল ব্যাবহার করতে পারে। আমিও হয়তো মাঝে মাঝে ব্যাবহার করবো যদি ওনার মতো ডাবল স্ক্রিন নিতে পারি। আপাতত সিংগেল স্ক্রিনেই আছি।