আমি আপাতত টুলস ব্যাবহার করছি না। আসলে ভাই যার যেটা ব্যাবহার করে অভ্যাস। আমি অভ্র আর বিজয় কিবোর্ড দুইটাই ব্যাবহার করে অভ্যস্ত। আর আমার টাইপিং স্পিড মোটামোটি ভালোই। ভয়েস টাইপিং করতে গেলে যে টুকিটাকি ভুল হয়, সেগুলো সংশোধন করতে গেলে যতটুকু সময় লাগে, সেই সময়ে আমি মোটামোটি একটা পোষ্ট লিখে ফেলতে পারি। ঘুরে ফিরে কথা সেই একই দাঁড়ায়।
তবুও আমি মনে করি এই টুল অনেকের কাজে লাগতে পারে। বিশেষ করে যাদের টাইপিং স্পিড ভালো না, তারা চাইলে এই টুল ব্যাবহার করতে পারে। আমিও হয়তো মাঝে মাঝে ব্যাবহার করবো যদি ওনার মতো ডাবল স্ক্রিন নিতে পারি। আপাতত সিংগেল স্ক্রিনেই আছি।
টুলস আমিও কম ব্যবহার করি ভাই তবে সব সময় আমি জি বোর্ড এই টাইপের ব্যবহার করি ফোনে। অন্যদিকে ল্যাপটপে বিজয় বায়ান্ন এবং অভ্র এবং কন্ঠ এই কিবোর্ডগুলো ব্যবহার করি বেশি। বাংলা লেখার যত সবচেয়ে বেশি অভ্র ব্যবহার করি। বিজয় বায়ান্ন ব্যবহার করে আমার টাইপিং করতে একটু সময় লাগে এর জন্য আমি অভ্রটা ব্যবহার করি এতে করে আমার টাইমের অপচয় কম হয় এবং খুব অল্প সময়ের ভিতরেই পোস্ট রেডি করে ফেলতে পারি।
আপনার যেহেতু টাইপিং করতে বেশি সময় লাগে না টাইপিং স্পিড ভালই আছে বললেন তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট তাও আবার বিজয় বায়ান্ন ব্যবহার করে টাইপ করতেছেন। বিজয় বায়ান নোট আমার কাছে ঝামেলা লাগবে এর জন্য অভ্রটাই বেশি ব্যবহার করি। ভাই আপনি কি বাংলা লিখতেও টাইপ করে লিখেন নাকি ভয়েসের মাধ্যমে লিখেন? বিজয় বায়ান্ন ব্যবহার করে আপনার বাংলা টাইপ করতে কি রকম সময় লাগে ভাই মিনিটে কত ওয়ার্ড টাইপ করতে পারে যদিও আপনি যেটা বললেন টাইপিং স্পিড আপনার অনেক ভালো হয়তো আপনি অনেক ওয়ার্ড লিখতে পারেন তবুও শেয়ার করিয়েন কতগুলো ওয়ার্ড লিখতে পারেন প্রতি মিনিটে।
টুলস ব্যবহার করা খারাপ নয় তবে যারা ইউজ করবে তাদের কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় তাহলে তারা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারে। আমিও খুব একটা টুলস ব্যবহার করি না বললেই চলে তবে মাঝে মাঝে লাগে এজন্য ব্যবহার করি। রিসেন্টলি আমি বাংলা লেখার জন্য কন্ঠ নামিয়েছিলাম এটা দেখলাম মোটামুটি ভালোই আছে। বর্তমানে এটা ব্যবহারের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। তবে ক্রিপ্টো লাইব্রেরী ভাই যেটা বলেছিল আমি ওইটা মাঝে মাঝে ব্যবহার করি।