Post
Topic
Board Other languages/locations
Re: P2P কতটা নিরাপদ?
by
Crypto Library
on 20/06/2025, 19:57:03 UTC
আমার মাথায় কয়েক দিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে. সেটি হলো বাইনান্স এর পিটুপি কতটা নিরাপদ। কারণ বাইনান্স টিটুপি এর মাধ্যমে লেনদেনের কারণে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ দিচ্ছে । কয়েকদিন আগে ইউটিউব একটি ভিডিও দেখার সময় এই জিনিসটা আমি জানতে পারি। একদল স্ক্যামাররা মানুষের কোন চুরি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট  গুলোর এক্সেস নিয়ে নেয় এবং সেই ব্যাংকের টাকা গুলো  বাইনান্স এর p2p এর মাধ্যমে সেল করে। এখন যার  ব্যাংক একাউন্ট হ্যাক হয়েছে সে যদি পুলিশকে কমপ্লেইন করে তাহলে পুলিশ তার ট্রানজেকশন স্টেটমেন্ট চেক করে এবং যার যার ব্যাংক অ্যাকাউন্টে সেই হ্যাক হওয়া একাউন্ট থেকে টাকা গিয়েছে এই অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে দেয়। এমনকি এর কারণে মামলা পর্যন্ত হতে পারে যদি সেটা বড় অ্যামাউন্টের হয়।

কয়েকদিন আগে দেখলাম আমাদের ফোরামের বড় ভাইয়েরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে আলোচনা করেছিল।

তাহলে আমরা কিভাবে সেলফি ডলার কেনাবেচা করতে পারি, আরেকটি প্রশ্ন হল যদি আমরা টাকাগুলো বিকাশ একাউন্টে নেই তাহলে এখানে রিস্ক আছে?

অবশ্যই ব্যাংকিং ট্রানজেকশন এর চাইতে মোবাইল ব্যাংকিং ট্রানজেকশন বর্তমানে নিরাপদ আমি তো বর্তমানে বিকাশ এবং নগদের উপরেই টিকে আছি।
বর্তমানে বাংলাদেশ এর সকল ব্যাংকের অবস্থা প্রায় একই সব জায়গায় করাকরি চলতেছে একটু বেশি ট্রানজেকশন হলে আপনার স্টেটমেন্ট চাইবে সোর্স কোথা থেকে এগুলো চাইবে, সো মোবাইল ব্যাংকিং এ থাকেন আর সব সময় রাউন্ড ফিগারে টাকা সেল করবেন।
চাইলে আপনি আমার এই পুরাতন পোস্ট এর পয়েন্ট গুলো ফলো করতে পারেন।

<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>আমি যখন পিটুপিতে  লেনদেন করি নিজের কয়েকটি বিষয় মাথায় রেখে  করি। আশা করি আপনারাও করলে প্রতারণার শিকার হবেন না।
  • প্রথমেই যেটি বলবো সেটি হল রেট বেশি দেখে  লোভে পড়বেন না।
  • তারপর ট্রেড সংখ্যা দেখে ট্রেড করবেন,  এক্ষেত্রে সর্বনিম্ন ৩০০ বা ৪০০ট্রেড  করেছে  এমন ট্রেডারদের  সিলেক্ট করতে পারেন,  এর উপর হলে সর্বোত্তম এবং নিচের গুলোকে  এভোয়েড করবেন। (আমি সব সময় হাজারের কাছে ট্রেড করেছে এমন ট্রেডার এর সাথে লেনদেন করি)
  • তারপর ঐ ট্রেডার এর  ট্রেডিং হিস্টোরি  এবং ফিডব্যাক গুলো  চেক করুন
  • অনেক সময় এভারেস্ট  রিলিজ টাইমও খেয়াল করা উচিত ফাস্ট ট্রানজেকশনের জন্য
  • যতটা পারেন  মেসেজিং এ কম কথা বলবেন এবং  ক্রয় করার সময় ওই ট্রেডার যদি  ডিসপ্লে কৃত নাম্বার ব্যতীত অন্য নাম্বারে টাকা পাঠাতে বলে তাহলে ওই ট্রেডটি এভয়েড করুন।
  • আর সর্বশেষ  এপস এবং মেসেজ এ  টাকা আসার নোটিফিকেশন না আসা পর্যন্ত  রিলিজ করবেন না।

আর  হ্যাক একাউন্ট দিয়ে পি২পি ট্রেডিং এর যে অবস্থা বললেন  এটা এড়ানোর জন্য সব সময় হাজারের উপরে বা ৭০০/ ৮০০ উপরে  ট্রেড আছে কিনা চেক করে নিবেন আর অবশ্যই নেগেটিভ রিভিউ গুলো দেখে নেবেন।