তাহলে আমরা কিভাবে সেলফি ডলার কেনাবেচা করতে পারি, আরেকটি প্রশ্ন হল যদি আমরা টাকাগুলো বিকাশ একাউন্টে নেই তাহলে এখানে রিস্ক আছে?
পি২পি লেনদেন করলে টাকা বিকাশ নগদে নেওয়াই সবচেয়ে ভালো। আমি দীর্ঘদিন ধরেই পি২পি লেনদেনের টাকা নগদ বিকাশে টাকা নিচ্ছি, এখন পর্যন্ত কোন ঝামেলার সম্মুখীন হই নাই, তবে দেখা গেছে অনেক সময় অনেক বায়ার অর্ডার কমপ্লিট করতে ১ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় পার করেছে, যার ফলে অর্ডার বাতিল হয়েছে। যাইহোক, উপরে অলরেডি দুই ব্রাদার গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এর পর আর আলোচনা করার প্রয়োজন নেই।
তবে আমার পরামর্শ হবে, আপনার ফোনে টাকা রিসিভ হওয়ার মেসেজ আসার পর ব্যালেন্স চেক দিয়ে তার পর রিলিজ করে দিবেন, কারন অনেকদিন আগে আমাদের এই লোকাল থ্রেডের কেউ একজন এই বিষয়ে স্কামের শিকার হয়েছিলো, তিনি এখানে আলোচনা করেছিলেন যে তাকে টাকা রিসিভ হওয়ার মেসেজ দিয়েছিলো কিন্তু একাউন্টে কোন ব্যালেন্স যোগ হয়েছিলো না, কিন্তু তিনি ডলার রিলিজ করে দিয়েছিলো। তাই যেখানে বাংগালী আছে সেখানেই বেজাল রয়েছে, তাই সতর্কতামূলকভাবে ব্যালেন্স চেক করে নিয়ে রিলিজ করে দিবেন।
যেহেতু নগদ বিকাশের কথা উল্লেখ করা হলো তাই একটা কথা মনে পড়ে গেলো, এখনো দেখি মানুষ বোকার সাগরে ডুবে রয়েছে। আমাদের এখানে গত কয়েকমাসে কমপক্ষে ১০-১৫ লোকের বিকাশ বা নগদ একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে স্কামাররা। স্কামাররা ফোন করে বলে সাময়িক কিছু কারনে আপনার একাউন্ট বন্ধ করা হবে, তাই একাউন্ট চালু রাখতে আপনার ফোনে যে কোট যাবে তা আমাদের বলতে হবে। এই আর কী কতজনে এই সব শুনে ভয় পেয়ে একাউন্টে আসা ৪ ডিজিটের কোড বলে দেয়। ২ দিন আগে আমাকে একজনে আমার হাতে ফোন ধরাই দিয়ে বলে দেখ তো কি জানি কী দিতে বলে, তাৎক্ষণিক আমি বুঝতে পারলা এটা স্কামার তাই আমি তাকে ইচ্চারকম গ**লি ভরে দিয়েছি। আর বিশেষ করে যারা বয়স্ক বা বিধবা ভাতা পায় তাদের একাউন্টের উপর স্কামাররা টার্গেট করে। আর আমি একটা বিষয়ে বুঝি না, স্কামাররা তাদের নাম্বার পায় কোথায়? আর সরাসরি নাম বলে আপনি অমক আপনি বয়স্ক ভাতা টাকা পান, এই গুলোর তথ্য কোথায় পায়? আপনাদের এলাকায়
এখনো ক
িী এই ধরনের স্কাম হয়?