Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 4 users
Re: বাংলা (Bengali)
by
Little Mouse
on 21/06/2025, 08:39:11 UTC
⭐ Merited by DYING_S0UL (1) ,Shishir99 (1) ,Bd officer (1) ,Royal Cap (1)
[1] একসাথে একাধিক এড্রেসে কীভাবে বিটকয়েন পাঠানো যায়?
দুইভাবে করতে পারি সেটা যদিও আরো পন্থা আছে মনে হয়। প্রয়োজন হয় নি বলে চেক করা হয় নি।
১। Pay to many
২। Read invoice from file

যেভাবেই করুন, আপনার ফরম্যাট একই হবে। নিচে আমি ফরম্যাট দিচ্ছি।

এড্রেস১, এমাউন্ট
এড্রেস২, এমাউন্ট
এড্রেস৩, এমাউন্ট

এইভাবে আপনি যত ইচ্ছে দিতে পারেন তবে অবশ্যই ব্লক সাইজের বেশি নয়। আপনি যদি চেঞ্জ এড্রেস ফিক্স রাখতে চান তাহলে নিচের ফরম্যাট ব্যবহার করুন।

এড্রেস১, এমাউন্ট
এড্রেস২, এমাউন্ট
এড্রেস৩, এমাউন্ট
চেঞ্জ এড্রেস, !

বাকি ফান্ড যা থাকবে সেটা চেঞ্জ এড্রেসে চলে যাবে। এই চেঞ্জ এড্রেসে আপনি অন্য যে কোন এড্রেস ব্যবহার করলে বাকি ফান্ড সে এড্রেসে চলে যাবে।
আমি সিগ ক্যাম্পেইনের পেমেন্ট শিট রেডি করে সেটা CSV ফাইল ডাউনলোড করে Read invoice from file এ গিয়ে শিট ইম্পোর্ট করি। এইখানে আর কমা ব্যবহার করা লাগে না কারণ CSV ফাইল মানেই কমা সেপারেটেড ভ্যালু।



Quote
আরেকটা প্রশ্ন, [2] যখন অনেকগুলো ইনপুট থাকবে, তখন ফি কীভাবে নির্ধারণ করবো? একটা সিঙ্গেল এড্রেসে ট্রানজ্যাকশনে সাধারণত কত ফি লাগে, সেটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারি। মেমপুল ঘাটলেই ভালো আইডিয়া পাওয়া যায়। কিন্তু মাল্টিপল ইনপুট থাকলে ফি কেমন হবে বা কীভাবে ক্যালকুলেট করবো, এটা বুঝতে পারছি না।
ইনপুট, আউটপুট যত বেশি হবে আপনার ট্রাঞ্জেকশন সাইজ তত বেশি হবে। ট্রাঞ্জেকশন সাইজ বেশি মানে ফি বেশি। এইখানে আমি বিস্তারিত লিখলাম না। আপনি চাইলে কয়েন আলাপের এই আর্টিকেল পড়তে পারেন ট্রাঞ্জেকশন সাইজ ক্যালকুলেট করার জন্য- লিংক
এই আর্টিকেলে আপনি বিস্তারিত জানতে পারবেন। বুঝতে অসুবিধা হলে জানাবেন।

Quote
[3] আবার একেকজন একেক এমাউন্টে পেমেন্ট পায়, কেউ ৫০ কেউ ৬০ কেউ ৭০ সেটা কিভাবে করেন!
আপনার #১ প্রশ্নের উত্তরে এইটা অলরেডি কভার করা হই গেছে।

ইলেকট্রাম ওয়ালেট পিসিতে এক্সপ্লোর করুন। অনেক নতুন কিছু জানতে পারবেন।