Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 21/06/2025, 10:07:56 UTC
আপনার যেহেতু টাইপিং করতে বেশি সময় লাগে না টাইপিং স্পিড ভালই আছে বললেন তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট তাও আবার বিজয় বায়ান্ন ব্যবহার করে টাইপ করতেছেন। বিজয় বায়ান নোট আমার কাছে ঝামেলা লাগবে এর জন্য অভ্রটাই বেশি ব্যবহার করি। ভাই আপনি কি বাংলা লিখতেও টাইপ করে লিখেন নাকি ভয়েসের মাধ্যমে লিখেন? বিজয় বায়ান্ন ব্যবহার করে আপনার বাংলা টাইপ করতে কি রকম সময় লাগে ভাই মিনিটে কত ওয়ার্ড টাইপ করতে পারে যদিও আপনি যেটা বললেন টাইপিং স্পিড আপনার অনেক ভালো হয়তো আপনি অনেক ওয়ার্ড লিখতে পারেন তবুও শেয়ার করিয়েন কতগুলো ওয়ার্ড লিখতে পারেন প্রতি মিনিটে।

আমি সব সময় টাইপ করেই লিখি। মাঝকানে কয়েকদিন ভয়েস টাইপিং ট্রাই করেছিলাম। আর প্রতি মিনিটে কতো ওয়ার্ড, সেটা আমি কখনো চেক করিনি। ধরেন মোটামোটি কথা বলতে বলতে লিখতে পারি। একটা কথা বলতে যতোটুকু সময় লাগে, টাইপ করতে গেলে এর চাইতে একটু বেশি সময় লাগে। আমার কাছে মনে হয় আমার টাইপিং স্পিড আমার জন্য মোটামোটি ভালো। যেহেতু কোনো জব ইন্টারভিউ আপাতত দিচ্ছি না বা দেয়ার প্ল্যান নাই, তাই স্পিড টেষ্ট করার তেমন দরকার আসলে পড়ছে না।

আর আমি কোনো প্রতিষ্ঠান থেকে আসলে টাইপিং শিখি নাই। নিজে নিজে কাজের জন্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এবং হাতের স্পিড মোটামোটি বেড়ে গেছে এমনিতেই।