[1] একসাথে একাধিক এড্রেসে কীভাবে বিটকয়েন পাঠানো যায়?
দুইভাবে করতে পারি সেটা যদিও আরো পন্থা আছে মনে হয়। প্রয়োজন হয় নি বলে চেক করা হয় নি।
১। Pay to many
২। Read invoice from file
যেভাবেই করুন, আপনার ফরম্যাট একই হবে। নিচে আমি ফরম্যাট দিচ্ছি।
এড্রেস১, এমাউন্ট
এড্রেস২, এমাউন্ট
এড্রেস৩, এমাউন্ট
এইভাবে আপনি যত ইচ্ছে দিতে পারেন তবে অবশ্যই ব্লক সাইজের বেশি নয়। আপনি যদি চেঞ্জ এড্রেস ফিক্স রাখতে চান তাহলে নিচের ফরম্যাট ব্যবহার করুন।
এড্রেস১, এমাউন্ট
এড্রেস২, এমাউন্ট
এড্রেস৩, এমাউন্ট
চেঞ্জ এড্রেস, !
বাকি ফান্ড যা থাকবে সেটা চেঞ্জ এড্রেসে চলে যাবে। এই চেঞ্জ এড্রেসে আপনি অন্য যে কোন এড্রেস ব্যবহার করলে বাকি ফান্ড সে এড্রেসে চলে যাবে।
আমি সিগ ক্যাম্পেইনের পেমেন্ট শিট রেডি করে সেটা CSV ফাইল ডাউনলোড করে Read invoice from file এ গিয়ে শিট ইম্পোর্ট করি। এইখানে আর কমা ব্যবহার করা লাগে না কারণ CSV ফাইল মানেই কমা সেপারেটেড ভ্যালু।

আরেকটা প্রশ্ন, [2] যখন অনেকগুলো ইনপুট থাকবে, তখন ফি কীভাবে নির্ধারণ করবো? একটা সিঙ্গেল এড্রেসে ট্রানজ্যাকশনে সাধারণত কত ফি লাগে, সেটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারি। মেমপুল ঘাটলেই ভালো আইডিয়া পাওয়া যায়। কিন্তু মাল্টিপল ইনপুট থাকলে ফি কেমন হবে বা কীভাবে ক্যালকুলেট করবো, এটা বুঝতে পারছি না।
ইনপুট, আউটপুট যত বেশি হবে আপনার ট্রাঞ্জেকশন সাইজ তত বেশি হবে। ট্রাঞ্জেকশন সাইজ বেশি মানে ফি বেশি। এইখানে আমি বিস্তারিত লিখলাম না। আপনি চাইলে কয়েন আলাপের এই আর্টিকেল পড়তে পারেন ট্রাঞ্জেকশন সাইজ ক্যালকুলেট করার জন্য-
লিংকএই আর্টিকেলে আপনি বিস্তারিত জানতে পারবেন। বুঝতে অসুবিধা হলে জানাবেন।
[3] আবার একেকজন একেক এমাউন্টে পেমেন্ট পায়, কেউ ৫০ কেউ ৬০ কেউ ৭০ সেটা কিভাবে করেন!
আপনার #১ প্রশ্নের উত্তরে এইটা অলরেডি কভার করা হই গেছে।
ইলেকট্রাম ওয়ালেট পিসিতে এক্সপ্লোর করুন। অনেক নতুন কিছু জানতে পারবেন।
আপনার দেওয়া স্ক্রিনশট অনুযায়ী এখানে আপনি ইলেকট্র্রাম ওয়ালেটের মাধ্যমে লেনদেন করেন। কিন্তু আমি জানতে চাই, একত্রে একাধিক লেনদেন করার জন্য ইলেকট্র্রাম ওয়ালের ব্যতীত অন্য ওয়ালের মাধ্যমে করা সম্ভব? অথবা একত্রে একাধিক লেনদেন করার জন্য কি শুধু ইলেক্ট্রাম ওয়ালেটের ক্ষেত্রেই সম্ভব? আরো অন্যান্য ওয়ালেট রয়েছে হট ওয়ালেট ইত্যাদি এগুলোর মাধ্যমে করা সম্ভব হবে কিনা? এ বিষয়ে কেউ আমাকে ক্লিয়ার করলে আমি এই বিষয়ে শিখতে পারতাম যা ভবিষ্যতে আ
য় আমার জন্য হেল্পফুল হতো।