$100M+ OTC Ponzi Scam। সবাই এগুলো থেকে সাবধান।
আমি এই নিউজটা এখানেই পোস্টটা দেখে একটু সার্চ করে দেখার চেষ্টা করলাম বিষয়টা আসলে কি ,অনেক কঠিন একটা বিষয়। কয়েকটি বিশ্বস্ত কয়েন মার্কেটের উপরের দিকে অবস্থিত বেশ কিছু জনপ্রিয় কয়েন Sui, Aptos, Axler, Near, Sei এগুলো নিয়ে অফার করা হয় যে আপনারা টোকেন ক্রয় করবেন কিনা এবং আমি এক্সচেঞ্জ দামের থেকে ৫০% কমে দেব। এই মুহূর্তে আমার মনে হয় এই অফার পাওয়ার পর অনেকেই বলবে চান্স নিয়ে দেখি। ঠিক এই লোভটাকে কাজে লাগিয়ে Aza VC টেলিগ্রামের মাধ্যমে মুরগি খুঁজে এই স্ক্যাম করে। এখানে মূলত স্ক্যাম হঠাৎ করে প্লান করে করে না বরং দীর্ঘদিনের সাজানো ও পরিকল্পনা মত এই প্লান করে। আমি একটি পোস্টে দেখলাম ৫০ মিলিয়ন ডলার OTC(Over the Counter) মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। এবং এটাও দেখলাম নভেম্বর ২০২৪ সাল থেকে জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ কয়েক মাস এই প্রতারণা করার জন্য একজন বিনিয়োগ কারীর সাথে লেগে থেকেছে। এখানে দুটো পক্ষের মধ্যে ওটিসি লেনদেন হয় যার কারণে এর তথ্য বাইরে যায় না এবং এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নজর না থাকার কারণে এই ওটিসি প্রতারণাটা করার সুযোগ থাকে। হ্যাঁ এটা একটি নতুন এবং বৈচিত্রপূর্ণ প্রতারণার করার অভিনব কৌশল মাত্র।
Aza VC খুব সম্ভবত ইন্ডিয়ানদের সাথে সম্পৃক্ত এবং এটার জন্য পর্যাপ্ত ইনভেস্টিগেশন চলছে।