Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: $100M+ OTC Ponzi Scam। সবাই এগুলো থেকে সাবধান।
by
God Of Thunder
on 24/06/2025, 08:52:50 UTC
⭐ Merited by LDL (1)
আমারে একজন বলছিল এগুলাতে ইনভেস্ট করতে। আমি ওরে প্রশ্ন করছিলাম যে তুই কিভাবে শিওর যে প্রজেক্টের টিম নিজ থেকে এই টোকেনগুলা বিক্রি করতেছে। যেখানে SUI, Aptos, Berachain, IMX, KAVA এগুলা অনেক বড় বড় প্রজেক্ট আর এর মার্কেট লিড করতেছে অনেক ভালোভাবে তারা কোন দুঃখে তাদের বাজেটের টোকেন ব্ল্যাকে বিক্রি করবে আর যেভাবেই বিক্রি করুক তা তো আর হিডেন থাকবে না ব্লক এক্সপ্লোরার দেখলেই দেখা যাবে যে টিম তাদের টোকেন সরাইতেছে। তাইলে মার্কেটেই বিক্রি করতে পারবো OTC ডিল কেনো করব। আমারে বলছিল তুই কিছু জনসি না ক্রিপ্টোতে কত কি ঘটে। এ নিজে ৫০০$ ইনভেস্ট করে এখন ধরা খাইছে। তাই আমি ওরে একটা কথাই বলছি স্কাম করার পর যে বেশি জানা ভালো না।

আপনি সেটা বাদ দেন না। সব কিছু জেনে শুনেই তো কতো মানুষ ইনভেস্ট করে করে ধরা খাচ্ছে। MTFE এর কথা মনে আছে? এটা যে স্ক্যাম করবে, তা কিন্তু সবাই জানতো। সবাই জেনে শুনেও কিছু মানুষ ইনভেস্ট করেছে। ইভেন LDL ভাই তো লোন নিয়ে অব্দি ইনভেস্ট করে ফেলছে। শেষে ধরা খেয়ে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে মানুষ জেনেও রিস্ক নেয় এটা ভেবে যে আমি আমার ইনভেস্টমেন্ট সবার আগে তুলে নেবো।

কতো কতো বন্ধু বান্ধব যে কতোবার কনভিন্স করার ট্রাই করছে এসব এমএলএম এ ইনভেস্ট করার জন্য। কিন্তু ন্যাড়া বেলতলা একবারই যায়। যারা একবার ধরা খেয়ে আবারো এসবে ইনভেস্ট করে, তারা আসলেই অরিজিনাল লেভেলের বোকা। আর প্রি মার্কেট ট্রেডিং আরো অনেক বেশি ডেঞ্জারাস। সেটা ব্লাস্ট এয়ারড্রপ করার সময় বুঝতে পারছি। হোয়াইবিট এ সম্ভবত প্রতিটা ব্লাস্ট টোকেন ৫ ডলারে সেল করছে। আর লিস্টিং হইছে ০.০২ ডলার করে। কোন লেভেলের স্ক্যাম হইছে চিন্তা করে দেখেন।