Post
Topic
Board Other languages/locations
Re: $100M+ OTC Ponzi Scam। সবাই এগুলো থেকে সাবধান।
by
Z_MBFM
on 23/06/2025, 10:01:35 UTC
CEO @Aza_Ventures ১৯ তারিখ অফিসিয়ালি ঘোষণা করেছে যে তারা Scam হয়েছে যা আনুমানিক $100M
সোর্স - https://t.me/Aza_Ventures/25453
তাই, মোট কথা OTC একটি পঞ্জি স্কিমে পরিণত হয়। যখন একের পর এক নতুন প্রজেক্ট আসে, তখন নতুন ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে পুরনো ইনভেস্টরদের দেওয়া হয়। এবং এক পর্যায়ে যখন এই OTC চুক্তিতে প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করা হয় এবং খুব বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়, তখন এই স্ক্যাম করা হয়। অনুমান করা হয় যে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি কেলেঙ্কারী স্ক্যাম করা হইছে।
আচ্ছা ভাই আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে পারবেন Aza_Ventures কি Next Ventures এর সাথে কোন কানেকশন রয়েছে? কারণ আমি শুনেছিলাম Next Ventures  এর  CEO   আব্দুল্লাহ  জায়েদ এর বিরুদ্ধে অভিযোগ এসেছে সে বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে দেশের বাহিরে প্রচার করেছে।

এখন বিষয়টা কি এমন হলো যে লাভের  গুড় পিপড়ায়  খেলো? Roll Eyes
এরকম কোনো কানেকশন পাইনাই যেখানে স্পস্ট প্রমাণ আছে যে Aza_Ventures আর Next Ventures এর পারফেক্ট কানেকশন আছে।
লাভের গুর পিপড়ায় খায়ছে যারা বেশি চালাকি করে বেশি লোভ করে OTC ডিলে ইনভেস্টমেন্ট করছে। ভালো ভালো কয়েন দেখে লোভে পড়ে অর্ধেক দামে কয়েন পাওয়ার আশায় অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করেছে। কিন্তু এটা চিন্তা করেনাই যে Sui এর মত প্রজেক্টের টিমের কি এতই টাকার অভাব পড়েছে যে তারা ব্লাকে অর্ধেক দামে টোকেন বেচবে।অতি লোভে তাতি নষ্ট সেই অবস্থা হইছে আর কি।

তাই, মোট কথা OTC একটি পঞ্জি স্কিমে পরিণত হয়। যখন একের পর এক নতুন প্রজেক্ট আসে, তখন নতুন ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে পুরনো ইনভেস্টরদের দেওয়া হয়। এবং এক পর্যায়ে যখন এই OTC চুক্তিতে প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করা হয় এবং খুব বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়, তখন এই স্ক্যাম করা হয়। অনুমান করা হয় যে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি কেলেঙ্কারী স্ক্যাম করা হইছে।

এগুলাকে আমার এলাকার ভাষায় বলা হয় খাবলা খাওয়া। যারা মিলিয়ন ডলারের স্ক্যামে পড়ে, তারা ভাই মিলিয়ন ডলার হারানোর মতো সক্ষমতা রাখে। আমরা যারা সাধারণ ইনভেস্টর, একটা টোকেনে হয়তো ৫০০ বা হাজার খানেক ডলার ইনভেস্ট করি, আমরা এসব স্ক্যামে পড়লে এই লস রিকভার করাই আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমি অল্টকয়েনে মোটামোটি ৫-৬ হাজার ডলার লস করেছি শুধুমাত্র ২০২৪ থেকে চলতি মাস অবধি।

কিছু কিছু কয়েন ৯৯% ভ্যালু হারিয়ে ফেলেছে। এর মানে হলো এদের টিম মোটামোটি মানুষের সাথে স্ক্যাম করেছে। এরকম নাম না জানা হাজারো প্রজেক্ট আছে যারা মার্কেটে আসছে অনেক প্রমিসিং প্রজেক্ট হিসেবে। কিন্তু শেষে মানুষের টাকা মেরে দিচ্ছে। ব্যাক্তিগত ভাবে আমি আর অল্টকয়েনে যাচ্ছি না। অল্টকয়েনে ইনভেস্ট করা আর জুয়া খেলা একই কথা। আর OTC ডিল? এগুলার করার মতো টাকা নাই ভাই।
আমারে একজন বলছিল এগুলাতে ইনভেস্ট করতে। আমি ওরে প্রশ্ন করছিলাম যে তুই কিভাবে শিওর যে প্রজেক্টের টিম নিজ থেকে এই টোকেনগুলা বিক্রি করতেছে। যেখানে SUI, Aptos, Berachain, IMX, KAVA এগুলা অনেক বড় বড় প্রজেক্ট আর এর মার্কেট লিড করতেছে অনেক ভালোভাবে তারা কোন দুঃখে তাদের বাজেটের টোকেন ব্ল্যাকে বিক্রি করবে আর যেভাবেই বিক্রি করুক তা তো আর হিডেন থাকবে না ব্লক এক্সপ্লোরার দেখলেই দেখা যাবে যে টিম তাদের টোকেন সরাইতেছে। তাইলে মার্কেটেই বিক্রি করতে পারবো OTC ডিল কেনো করব। আমারে বলছিল তুই কিছু জনসি না ক্রিপ্টোতে কত কি ঘটে। এ নিজে ৫০০$ ইনভেস্ট করে এখন ধরা খাইছে। তাই আমি ওরে একটা কথাই বলছি স্কাম করার পর যে বেশি জানা ভালো না।