0Dog এই কুত্তা আমারে প্রায় নিঃস্ব করে দিয়ে গেছে।....... শুধু চেয়ে থেকে কোন রিপ্লে না দিয়েই বসে থাকি আর মনে মনে ভাবি একশ গুণ প্রফিট পেয়েছি রে ভাই সেটা সামনে দিয়ে না পিছন দিয়ে।
এই প্রজেক্টে যদিও আমি বেশি পরিমান অর্থ বিনিয়োগ করি নাই, খুবই ছোট একটি এমাউন্ট বিনিয়োগ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ছোট পরিসরে বাঁশ খেয়েছি। তাই এখন আর মেম কয়েনের নাম শুনলেই অনেক রাগ উঠে, যেমন আরও একটি মেম কয়েন ছিলো, যদিও ট্রাম কয়েনে লিস্টিং হওয়ার পরে বিনিয়োগ করেছিলাম, ভেবেছিলাম ৩০০-৪০০ ডলার হইবে কিন্তু সেই ক্যাসিনো গেমের মতো বিমান উপরে উঠতে উঠতে আবার নিমিষেই ফেটে গেছে, তাই আর মেম কয়েন অল্টকয়েন এগুলো থেকে সাবধান হয়েছি। বিনিয়োগ কর
তে হলোর জন্য বিটকয়েনে ছাড়া কোন
ভালো কয়েন দেখ
তে পাইি না
ই, যদি
এখানবিটকয়ে
ন দীর্ঘদিন হোল্ড করা যায় তাহলে ভালো একটা প্রফিটের আশা করা যায়।
আর অন্যের পরামর্শ অনুযায়ী কখনই ক্রিপ্টোমুদ্রায় বিনিয়োগ করা উচিত নয়, নিজে থেকেই বিশ্লেষণ করে বিনিয়োগ করাই সবচেয়ে উত্তম, নিজের যেখানে ভালো মনে হবে সেখানে বিনিয়োগ করার চেষ্টা করবেন, যদি আপনি অন্যকারো পরামর্শে বিনিয়োগ করেন তাহলে প্রফিট হলে তার সুনাম করবেন, যদি লোকসানের সম্মুখীন হন তাহলে তাকে দোষারোপ করতে পারে।
বিটকয়েনের মূল উদ্দেশ্য বিটকয়েনের বেশি বেশি ব্যবহার এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে আরও সম্পদশালী হওয়া।দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে আপনি ধৈর্য ধরে, ঝুঁকি মোকাবেলার মানসিকতা এবং বিনিয়োগ কৌশল জানা থাকলে বিটকয়েন বিনিয়োগের মাধ্যমে আপনার সম্পদকে কাজে লাগিয়ে আরও বেশি সম্পদের অধিকারী হতে পারেন।
আসলে বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন যেমন (৮-১২) বছর ইত্যাদি সময় হোল্ড করলে ভালো একটা প্রফিট আশা করা যায়। তবে আপনি বিটকয়েন ইউজ করা মানে কী বুঝিয়েছেন? আপনি আপাতত আমাদের দেশে বিটকয়েন ব্যবহার করে কোন পন্যে সামগ্রী কিনতে পারবেন না, এখনো সেই সময় আমাদের আসে নাই।
যাইহোক, আপনার প্রফাইলে দেখালাম এটিই আপনি ১ম পোস্ট করলেন, তাই আপনাকে বাংলা লোকাল কমিনিউটিতে স্বাগতম জানাই। আশা করি আপনি নিয়ম কানুন সম্পর্কে অবগত আছেন, সো আপনার জন্য শুভকামনা এগিয়ে যান।

অভিনন্দন God Of Thunder ব্রাদার, যদিও আপনি অনেকদিন আগেই লিজেন্ডারি মেম্বার হওয়ার জন্য পর্যাপ্ত মেরিট অর্জন করেছিলেন, কিন্তু এক্টিভিটির কারনে লিজেন্ডারি মেম্বার হতে পারেন নাই, কিন্তু আজকে দেখালাম লিজেন্ডারি সদস্য হয়ে গিয়েছেন, আমাদের লোকালে যদিও লিজেন্ডারি মেম্বারের সংখ্যা খুবই কম, আমার জানা মতে আপনাকে দিয়ে মোট ৫ জন হলো, নাকী আরও আছে? যাইহোক, আবারো আপনাকে অভিনন্দন।।