পুরাটাই ভুয়া খবর। এরা আসলে সাংবাদিক না, এরা সাংঘাতিক। হয়তো এরা গুগল ওয়ালেট আর গুগল পে-এর তফাৎ বুঝে না, অথবা ইচ্ছে করেই কিছু ভিউস কামানোর জন্য এই ধরনের নিউজ করে। বলদ সাংবাদিকের জানা উচিৎ যে গুগল ওয়ালেট বাংলাদেশে চালু হয়েছে। গুগল পে এখনো বাংলাদেশে চালু হয়নি যেটা জি-পে নামেই মূলত পরিচিত। প্লে স্টোরে গুগল পে সার্চ করে কোনো এপস পাবে না বাংলাদেশীরা। যদিও পায়, দেখাবে এটা বাংলাদেশের জন্য এভেইলেবল নয়।
এখন আমার প্রশ্ন হলো আপনি নিজেও কি জানেন না যে গুগল পে আর গুগল ওয়ালেট এক না? আর নিউজ পোষ্ট করার আগে নিজে ইন্সটল করার চেষ্টা করে দেখতেন যে আসলেই বাংলাদেশে গুগল পে চলে আসলো কি না। মাঝে মাঝে নিজেও ভেরিফাই করা উচিৎ। নইলে নিজেকে নিজে বোকা প্রমান করবেন।
আপনি খারাপ কথা বলেন নাই, বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক কোন বিষয় বুঝুক বা না বুঝুক সংবাদ করতেই হবে, শিরোনামে এমন কিছু লিখে দিল যার গুষ্টি সহ সম্পূর্ণ বানোয়াট বা মিথ্যা। বাংলাদেশ মূলত প্রযুক্তিগত দিক থেকে সাংবাদিকরা সম্পূর্ণ অজ্ঞ যার কারণে বিটকয়েন নিয়ে মাঝেমধ্যে বাংলাদেশী সংবাদপত্র গুলোর শিরোনাম দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। হয়তো সেই রকম একটি সংবাদ কোন সাংবাদিক তুলে ধরেছে যেখানে গুগল পে এর কথা উল্লেখ করেছে।
না আবার দেখলাম দেশে প্রত্যেকটি পত্রিকায় একই শিরোনাম উল্লেখ করেছেন যেখানে বলেছে google pay কিভাবে ব্যবহার করা হবে তার সম্পূর্ণ ডিটেইল বর্ণনা করে দিয়েছেন। এবং দেখলাম বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গুগল পে চালু করেছে। দেখি কয়েকদিন পর এর বাস্তবায়ন হয় কিনা।

এত বড় অনুষ্ঠান করেছে অথচ গুগল পে চালু করবে না এটা কেমন কথা হল। তবে বাংলাদেশ প্রযুক্তিগত
ব্যক্তদিক
ে অনেক পিছিয়ে আছে বলে আপনাদের বিশ্বাস হয় না। যাহোক ওয়েট করেন দেখেন কি করে। আমাদের বিশ্বাস ছিল না বাংলাদেশে স্টারলিং চালু হবে কিন্তু হয়েও তো গেল। গুগল পেও চালু হবে ভাই ।