Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ গুগল পে সেবা চালু হয়েছে।
by
Crypto Library
on 27/06/2025, 10:15:21 UTC
পুরাটাই ভুয়া খবর। এরা আসলে সাংবাদিক না, এরা সাংঘাতিক। হয়তো এরা গুগল ওয়ালেট আর গুগল পে-এর তফাৎ বুঝে না, অথবা ইচ্ছে করেই কিছু ভিউস কামানোর জন্য এই ধরনের নিউজ করে। বলদ সাংবাদিকের জানা উচিৎ যে গুগল ওয়ালেট বাংলাদেশে চালু হয়েছে। গুগল পে এখনো বাংলাদেশে চালু হয়নি যেটা জি-পে নামেই মূলত পরিচিত। প্লে স্টোরে গুগল পে সার্চ করে কোনো এপস পাবে না বাংলাদেশীরা। যদিও পায়, দেখাবে এটা বাংলাদেশের জন্য এভেইলেবল নয়।

এখন আমার প্রশ্ন হলো আপনি নিজেও কি জানেন না যে গুগল পে আর গুগল ওয়ালেট এক না? আর নিউজ পোষ্ট করার আগে নিজে ইন্সটল করার চেষ্টা করে দেখতেন যে আসলেই বাংলাদেশে গুগল পে চলে আসলো কি না। মাঝে মাঝে নিজেও ভেরিফাই করা উচিৎ। নইলে নিজেকে নিজে বোকা প্রমান করবেন।
আপনি কিছুটা ভুল বুঝতেছেন ভাই যেটা Google pay নামে সরাসরি অ্যাপস আছে সেটা মূলত তিনটা দেশের জন্য USA, Singapore আর India. এই অ্যাপসের আওতায় যারা আছে তারা তাদের একাউন্ট থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবে মানে তাদের আলাদাভাবে পাসপোর্ট দিয়ে কার্ড এন্ডোরসমেন্ট করতে হয় না তারা সরাসরি ইন্টারন্যাশনাল যেকোনো পেমেন্ট করতে পারে। কিন্তু বাংলাদেশসহ অন্যান্য বাকি দেশগুলো Google Wallet নামের অ্যাপটা ব্যবহার করে। Google Wallet এ যে ব্যাংক কার্ড গুলো এড করবেন এখানে আপনি শুধুমাত্র পাবেন এটাই যে আপনার কোন কার্ড ক্যারি করতে হবে না। গুগল ওয়ালেট এ কার্ড অ্যাড করা থাকলে NFC টেকনোলজিতে আপনার মোবাইল ফোন পস মেশিনের সাথে টাচ করে পেমেন্ট করে দিতে পারবেন যেকোনো শপিংমলে বা যেখানে পঁচ মেশিনে পেমেন্ট নেয়। আর বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাংক এই সার্ভিসের আওতায় আছে।

এটা হল আসল Google Pay অ্যাপস। আর এটা শুধুমাত্র ব্যবহার করতে পারে এই তিন দেশ আর নিজে স্পষ্টভাবেই বলা আছে যারা অন্য দেশ থেকে গুগল পে সার্ভিস ব্যবহার করবে তারা যেন গুগল ওয়ালেট ডাউনলোড করে।
আমি এটা আসলে জানতামই না যদি কিছুদিন আগে ইউটিউব প্রেমিয়াম এর সাবস্ক্রিপশন কিনতে না যেতাম একটু প্রিমিয়াম সাবস্টেশন কিনতে গিয়ে আমি Redotpay ইউজ করেছি এবং সেই সাথে প্রথমে G-pay ডাউনলোড দিয়েছিলাম যেমনটি আপনি বলেছেন ঠিক তেমনি ফেস করে Google wallet ডাউনলোড করি।
এবং তারপর সেখানে এড করে সহজেই এটি প্রিমিয়াম কিনতে সক্ষম হয়েছি।
কিন্তু গতকালকে আমি U-ber এ পেমেন্ট করতে গিয়ে আন্সাক্সেসফুল হয়েছি। এটা হতে পারে শুধুমাত্র Redotpay এর কারণেই কারণ google-wallet তাদের যাত্রা সিটি ব্যাংকের মাধ্যমে শুরু করেছে।
আর পঁচ মেশিনের কথাটা যেটি বললেন আমার ফোন NFC সাপোর্টেড  আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা দেখলাম Redotpay দিয়ে NFC পেমেন্ট করা যাবে কিন্তু বাংলাদেশে কি Redotpay দিয়ে সেটা সম্ভব হবে? নাকি শুধুমাত্র সিটি ব্যাংকের দ্বারাই?

ফাইনালি!
Legendary
১০০০ মেরিট তো আমার অনেক আগেই হয়েছিলো। আমি অপেক্ষায় ছিলাম কবে লিজেন্ডারি হওয়ার একটিভিটি পূরণ হবে। আমি ধরে নিয়েছিলাম যে হয়তো ১০০০+ এক্টিভিটি হলে লিজেন্ডারি হতে পারবো। কিন্তু কালকে খেয়াল করলাম আমি লিজেন্ডারি হয়ে গেছি। আমি সাধারণত এসব ব্যাপারে পোষ্ট করতে চাই না। কিন্তু কালকে থেকেই অনেক বেশি খুশি লাগছে।

ট্রান্সলেশনে আমি অনেক বেশি সময় দিয়েছি এবং সেখান থেকে অনেক মেরিট পেয়েছি। লোকাল থ্রেড এ আমি অনেক সময় দিয়েছি। প্রায় প্রতি মাসেই টপ পোস্টার এ ১ নাম্বার থেকেছি লম্বা সময় ধরে। কিন্তু আমাদের লোকাল থ্রেড এর চোখে পড়ার মতো কোনো উন্নতি হচ্ছে না। এখন অন্যান্য কাজে একটু ব্যাস্ত হয়ে আছি। তবে লোকাল থ্রেড এ সব সময় চোখ থাকেই আমার।

ধন্যবাদ যারা অভিনন্দন জানিয়েছেন। আর সবাইকে ধন্যবাদ একটা রেংক আপ কে কেন্দ্র করে পুরো থ্রেড এ বন্যা বসিয়ে দেয়ার ট্রেন্ড ত্যাগ করার জন্য। এসব দেখে দেখে একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম।
লেট অভিনন্দন ভাই,  বাসা থেকে ঢাকা এর মধ্যে দৌড়াদৌড়ি তে আছি তাই বাংলা বোর্ড আসা হয়নি আর আপনার একাউন্ট যে লেজেন্ডারি হয়ে গিয়েছে এটাও দেখা হয়নি.
যাইহোক সকল এচিভমেন্ট তো আগেই নিয়ে ফেলছেন সেগুলার তো কোন ট্রিট পাই নাই এটার ট্রিট আশা করি পেয়ে যাব টেলিগ্রামে আইসা ট্রিটটা দিয়া যাইয়েন।